এদিন আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ ৷ শুরুতেই পার্থিব প্যাটেলকে তুলে নিয়ে প্রাথমিক ঝটকা দেয় সানরাইজার্স ৷
এরপর দুরন্ত ফর্মে থাকা আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে প্যাক আপ করে দেন মাত্র ১২ রানে ৷ কোহলির উইকেট তাড়াতাড়ি তুলে নেওয়ার কারিগর রশিদ খান ৷ তবে প্রাথমিক এই দুই ধাক্কার সুযোগ বিশেষ নিতে পারেনি সানরাইজার্স ৷
advertisement
এবি ডিভিলিয়ার্স ও মইন আলি-র জুটিতে দিশাহীণ হয়ে পড়ে এসআরএইচ বোলিং ৷ ৩৯ বলে ৬৯ রান করেন এবিডি ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১২ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷
এদিকে মইন আলিও এদিন দারুণ পারফরম্যান্স করেন ৷ ৩৪ বলে ৬৫ রান করেন তিনি ৷ তাঁর ইনিংসে মাত্র ২ টি চার ও ৬ টি ছয় মারেন ৷
মাত্র ১৭ বলে ৪০ রান করেন গ্র্যান্ডহোম, ৮ বলে ২২ করেন সরফরাজ খান ৷ এদের সকলের ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২১৮ রান করেন আরসিবি ৷
এদিকে প্লে অফের বার্থ নিশ্চিত করে ফেলার পর খানিকটা যেন জিরিয়ে নেওয়া মোডে সানরাইজার্স হায়দরাবাদ এমনটা মনে হচ্ছিস এসআরএইচের ইনিংসের শুরুতে ৷ শিখর ধাওয়ান বিষাক্ত হয়ে ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরে যান ৷ চাহালের বলে ১৮ রানে আউট হয়ে যান তিনি ৷
অ্যালেক্স হলস ২৪ বলে ৩৭ রান করেন ৷ তবে ব্যাট হাতে উজ্জ্বল সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷