ইডেন তার প্রাক্তন নাইট অধিনায়ককে সোমবার শুধু হারের স্বাদই চাখায়নি, একেবারে ৭১ রানে গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে বড় জয়ের স্বাদে বিভোর কলকাতা নাইট রাইডার্স৷ নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের ব্যাটে ভর দিয়ে ইডেনে ৯ উইকেটে ২০০ রান করেছিল কেকেআর৷ অন্যদিকে সেই বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানেই কুঁকড়ে যায় গোতির দিল্লি৷ কিন্তু সেই হারকে ছাপিয়েও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল মহম্মদ শামি৷ হাসিন জাহান কাণ্ডের পর এবারের আইপিএল টা সেরকম ভালো যাচ্ছে না বঙ্গপেসারের৷ বিশেষত সোমবারের ম্যাচটি তো নিঃসন্দেহেই তিনি ভুলে যেতে চাইবেন৷ এদিন মাত্র ৪ ওভারে ৫১ রান দেন তিনি৷ তারওপর আন্দ্রে রাসেলের একটি ওভারে ৬ টি বলে ৬টি ছয় মারেন তিনি৷
advertisement
আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান শামি ও হাসিন জাহান, থুড়ি আন্দ্রে রাসেল৷ আসলে ঘুরিয়ে ফিরিয়ে সকলেরই একটাই বক্তব্য, যে আসলে ইডেনে হাসিন রাসেলের মুখোশ পড়ে ওই একটা ওভার ব্যাট করেছিলেন৷ আর পতিদেবের বিরুদ্ধে সমস্ত অভিযোগের বদলা এভাবে নিয়েছেন তিনি৷
