TRENDING:

প্রাক্তন নাইট গম্ভীরকে ডজ ধোনির, তিনিই এখন নম্বর ওয়ান

Last Updated:

প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের দখলে থাকা রেকর্ড ভেঙে ফেললেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে :  আইপিএলে ধোনি ধামাকা এখন রোজকার সমাচার হয়ে গেছে ৷ ‘বুড়ো’হাড়ে যে  ভেল্কি দেখাচ্ছেন ধোনি তাতে তাঁর জন্য প্রায় সব বিশেষণই খরচ করে ফেলেছে সংবাদমাধ্যম থেকে ফ্যানরা ৷
advertisement

শুধু যে রান করছেন, দলকে জয় এনে দিচ্ছেন তাই নয় নতুন রেকর্ডও করে ফেলছেন মাহি ৷  প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের দখলে থাকা রেকর্ড ভেঙে ফেললেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ৷

এর আগে এই রেকর্ড ছিল কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের দখলে ৷ ১২৯ ম্যাচে ৩৫১৮ রান করেছিলেন নাইট অধিনায়ক ৷ স্ট্রাইকরেট ছিল ১২২.৭৯ ৷ এ মরশুমে অবশ্য নাইট ক্যাম্প বদল করে তিনি দিল্লি শিবিরে ৷ সময়টা বিশেষ ভালো যাচ্ছে না তাঁর ৷ দলের খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কত্ব ছেড়েছেন ৷ পাশাপাশি প্রথম একাদশেও শিকে ছিঁড়ছে না তাঁর ৷ এই অবস্থায় সোমবার সেই গম্ভীরের খেলা দিল্লির বিরুদ্ধে ম্যাচেই নতুন মাইলস্টোন গড়ে ফেললেন তিনি ৷

advertisement

Photo: News18 Bangla Creative

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই মুহূর্তে ১৫১ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৩৫৬৬ রান ৷ স্ট্রাইকরেট ১৪০.৩৩ ৷ দিল্লির বিরুদ্ধে ম্যাচে এই মরশুমে আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান করে নিলেন সিএসকে অধিনায়ক ৷ মাত্র ২২ বলে ৫১ রান করেন তিনি ৷ আর তাতেই নতুন সেরা-র শিরোপা এল তাঁর ঝোলায় ৷ অধিনায়ক হিসেবে আইপিএলে নম্বর ওয়ান রান সংগ্রহকারী অধিনায়ক এখন মাহি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
প্রাক্তন নাইট গম্ভীরকে ডজ ধোনির, তিনিই এখন নম্বর ওয়ান