TRENDING:

সল্টলেকে চলছে নাইটদের শিবির, ১ এপ্রিল থেকে ইডেনে শুরু প্র্যাকটিস

Last Updated:

কেকেআরের শিবিরের দ্বিতীয় দিন নেটে বিনয় কুমার, নাগরকোটি, উথাপ্পারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  শুরুতে আদ্রিয়ান ল্য রু-র তত্ত্বাবধানে ফিজিক্যাল ট্রেনিং। তারপর নেটে বড় শট। কেকেআরের শিবিরের দ্বিতীয় দিন নেটে বিনয় কুমার, নাগরকোটি, উথাপ্পারা।
advertisement

আগামী  ২৭ মার্চ পর্যন্ত প্রথম দফার ক্যাম্প। প্রাথমিক পর্বের অনুশীলন শেষে চার দিনের ছুটি। পয়লা এপ্রিল থেকে ইডেনে অনুশীলন। যোগ দেবেন কোচ কালিস, অধিনায়ক কার্তিক থেকে নারিন, ক্রিস লিনরা।

আপাতত শিবিরে ১১ জন ক্রিকেটার রয়েছেন। একমাত্র বিদেশি ক্যারিবিয়ান জেভন সিয়ারলেস। প্র্যাকটিসের মাঝেই সল্টলেক যাদবপুর ক্যাম্পাসে সারমেয়র সঙ্গে খেলতে দেখা গেল উথাপ্পা, বিনয় কুমারদের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সল্টলেকে চলছে নাইটদের শিবির, ১ এপ্রিল থেকে ইডেনে শুরু প্র্যাকটিস