তবে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে হাল অনেকটা ফিরেছে সানরাইজার্সের ৷ ফলে ঘরের মাঠে বদলা নিতে মরিয়া কেন উইলিয়ামসের ছেলেরা ৷ তবে গেইলের বিধ্বংসী ফর্মের সুবাদে যেভাবে জয়ের মোমেন্টাম ধরে রেখেছে প্রীতি –র পঞ্জাব তাতে তারাও বিশেষ সহজে জমি ছাড়বে মনে হয় না ৷
এদিনের ম্যাচে দু‘পক্ষের বেশ কয়েকজন ক্রিকেটার হয়ে উঠতে পারেন গেমচেঞ্জার ৷ এই মুহূর্তে ক্রিস গেইলের গড় ২২৫ , স্ট্রাইক রেট ১৭০.৮৯ ৷ এরপর আর বলার অপেক্ষা রাখে না ক্যালিপসো কিং কি ফর্মে রয়েছেন ৷
advertisement
এদিকে দারুণ ফর্মে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে আসা কেএল রাহুলও ৷ ১৪ বলে ৫০ থেকে, দুরন্ত ৪৭ এসব ফের একবার আইপিএলে তার দক্ষতা প্রমাণ করছে ৷
সানরাইজার্সের সিদ্ধার্থ কৌল বল হাতে নিজের দিনে বিপক্ষের ভিত নড়িয়ে দিচ্ছেন ৷ আফগান বোলার রশিদ খান সেভাবে অবশ্য জ্বলে ওঠেননি কিন্তু তাঁর ওপর অনেকটা আশা রয়েছে সানারাইজার্সের ৷ একই সঙ্গে অজি ক্রিকেটার অ্যান্ড্রু টাইও এখন অবধি সেভাবে দাগ না কাটলেও তিনি যেদিন ধামাকা দেখাবেন তা বিপক্ষকে সর্ষে ফুল দেখানোর জন্য যথেষ্ট ৷