TRENDING:

বল গড়ানোর ঠিক আগে জেনে নিন হায়দরাবাদ –পঞ্জাব লড়াইয়ের গেমচেঞ্জারদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: সপ্তাহ খানেক আগের ঘটনা যখন নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মধুর জয় পেয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব ৷ বৃহস্পতিবার তারা ফের মুখোমুখি ৷
advertisement

তবে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে হাল অনেকটা ফিরেছে সানরাইজার্সের ৷ ফলে ঘরের মাঠে বদলা নিতে মরিয়া কেন উইলিয়ামসের ছেলেরা ৷  তবে গেইলের বিধ্বংসী ফর্মের সুবাদে যেভাবে জয়ের মোমেন্টাম ধরে রেখেছে প্রীতি –র পঞ্জাব তাতে তারাও বিশেষ সহজে জমি ছাড়বে মনে হয় না ৷

এদিনের ম্যাচে দু‘পক্ষের বেশ কয়েকজন ক্রিকেটার হয়ে উঠতে পারেন গেমচেঞ্জার ৷ এই মুহূর্তে ক্রিস গেইলের গড় ২২৫ , স্ট্রাইক রেট ১৭০.৮৯ ৷ এরপর আর বলার অপেক্ষা রাখে না ক্যালিপসো কিং কি ফর্মে রয়েছেন ৷

advertisement

এদিকে দারুণ ফর্মে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে আসা কেএল রাহুলও ৷ ১৪ বলে ৫০ থেকে, দুরন্ত ৪৭ এসব ফের একবার আইপিএলে তার দক্ষতা প্রমাণ করছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সানরাইজার্সের সিদ্ধার্থ কৌল বল হাতে নিজের দিনে বিপক্ষের ভিত নড়িয়ে দিচ্ছেন ৷ আফগান বোলার রশিদ খান সেভাবে অবশ্য জ্বলে ওঠেননি কিন্তু তাঁর ওপর অনেকটা আশা রয়েছে সানারাইজার্সের ৷ একই সঙ্গে অজি ক্রিকেটার অ্যান্ড্রু টাইও এখন অবধি সেভাবে দাগ না কাটলেও তিনি যেদিন ধামাকা দেখাবেন তা বিপক্ষকে সর্ষে ফুল দেখানোর জন্য যথেষ্ট ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বল গড়ানোর ঠিক আগে জেনে নিন হায়দরাবাদ –পঞ্জাব লড়াইয়ের গেমচেঞ্জারদের