TRENDING:

প্লে অফের আগে নজর পয়েন্ট টেবলে, অঙ্ক বলছে হায়দরাবাদে সূর্যাস্ত ঘটাতে হবে নাইটদের

Last Updated:

আইপিএলে-র প্রাথমিক রাউন্ডের শেষ ম্যাচ খেলার আগে কেকেআর ভালো অবস্থায় থাকলেও প্লে অফের টিকিট পাওয়াটা নিশ্চিত করতে পারেনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: আইপিএলে-র প্রাথমিক রাউন্ডের শেষ ম্যাচ খেলার আগে কেকেআর ভালো অবস্থায় থাকলেও প্লে অফের টিকিট পাওয়াটা নিশ্চিত করতে পারেনি ৷ বরং বলা ভালো পরিস্থিতি এতটাই ঘোরালো যে এত ভালো পারফরম্যান্স করে লিগ টেবলে –র ৩ নম্বরে ধারাবাহিকভাবে জায়গা ধরে রেখেও দীনেশ কার্তিকের দল প্লে অফ থেকে ছিটকে যেতেই পারে ৷
advertisement

চমকে উঠবেন না ৷ এই মুহূর্তে কলকাতার ১৩ ম্যাচের শেষে ৭ টি জয় ও ৬টি হার নিয়ে পয়েন্ট ১৪ ৷ রানরেট -০.০৯১ ৷

News 18 Bangla Creative

News 18 Bangla Creative

advertisement

কলকাতা-র ১৪ পয়েন্টের ঘাড়ে নিঃশ্বাস ফেলার দল এই মুহূর্তে ৪ টি ৷ যারা ১২ পয়েন্টে রয়েছে ৷ ১৩ টি করে ম্যাচ থাকায় প্রত্যেকেরই একটি করে ম্যাচ বাকি ৷ তারা হল মুম্বই, আরসিবি, রাজস্থান, কিংস ইলেভেন ৷

এই চারটি দলের প্রত্যেকের ৬ টি ম্যাচ জেতা ও ৭ টি ম্যাচ হারা রয়েছে ৷ এর মধ্যে শনিবার রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ রয়েছে ৷ এদের মধ্যে টেবলে আরসিবি ৫ ও আরআর ৬ নম্বরে আছে ৷ এদের মধ্যে যে জিতবে তার পয়েন্ট হবে ১৪ ৷

advertisement

আবার দিল্লি ডেয়ার ডেভিলস ও মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচে যদি মুম্বই জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে সেই ১৪ ৷ রবিবার অন্য ম্যাচে চেন্নাই বনাম কিংস ইলেভেন ৷ এই ম্যাচে কিংস যদি জেতে তাদেরও পয়েন্ট হবে ১৪ ৷

সেক্ষেত্রে কলকাতা যদি নিজেদের বাকি একটি ম্যাচ যেটা রয়েছেন সানরাইজার্সের বিরুদ্ধে তাতে জিততে না পারে তাহলে তাদেরও পয়েন্ট থেকে যাবে ১৪ –তে ৷ সেক্ষেত্রে সামনে আসবে রানরেটে-র হিসেব নিকেশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কলকাতা যদি এসব জটিলতায় না যেতে চায় তাহলে তাদের সামনে একটিই সহজ পথ , উড়িয়ে দাও সানরাইজার্সকে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
প্লে অফের আগে নজর পয়েন্ট টেবলে, অঙ্ক বলছে হায়দরাবাদে সূর্যাস্ত ঘটাতে হবে নাইটদের