বুধবারে ইডেন গার্ডেন্সের ম্যাচ দু‘দলের জন্যেই দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ কলকাতা ৫টি ম্যাচ জিতে আইপিএল টেবলের চার নম্বরে রয়েছে ৷ আর মুম্বই ৪ টি ম্যাচ জিতে টেবলের ৫ নম্বরে রয়েছে ৷ শুরু থেকেই প্রথম চারের মধ্যে থাকলেও প্লে অফের জায়গা এখনও অনিশ্চিত নাইটদের ৷ তাই এই ম্যাচ জিতে নিশ্চিতভাবেই আরও একটু ভালো জায়গায় জেতে চায় কিং খানের দল ৷ অন্যদিকে এই ম্যাচে হেরে গেল শেষ চারের দিকে কলকাতা চলে যেতে পারে ৷
advertisement
যদিও মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে কলকাতা যদি পরিসংখ্যানের দিকে তাকায় তাহলে নাইট ফ্যানরা একটু ভয় পেয়েই যেতে পারেন ৷ শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর ম্যাচ জিতেছিল ৮ এপ্রিল ২০১৫ তে ৷ দিনের হিসেবে ১,১২৫ দিন আগে ৷ তবে গৌতম গম্ভীরের দলের কাছে মুম্বই ইন্ডিয়ন্স গাঁঠ হলেও দীনেশের নাইটদের কাছেও তাই তা মানতে নারাজ থিঙ্কট্যাঙ্ক ৷
কলকাতা ও মুম্বই দুটি দলেরই রাউন্ড রবিন পর্বে ৪ টি করে ম্যাচ খেলা বাকি রয়েছে ৷ কলকাতায় নারিন ম্যাজিক জারি আছে , মুম্বই বধ করতেও দীনেশ কার্তিক তাঁকৈই তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চান ৷ ওয়াংখেড়েতে ব্যাটিং লাইন আপে নিচে নেমেছিলেন নারিন ৷ এদিন আবার তাঁকে ওপেনিংয়েই খেলাতে চান কেকেআর অধিনায়ক ৷