TRENDING:

কলকাতাকে বিশেষ উপহারে কেকেআরের, বাইশ গজের বাইরে ফের একবার মন জয় কিং খানদের

Last Updated:

শুধু বাইশ গজেই নয়, কেকেআর দায়বদ্ধ সামাজিকভাবেও৷ এর আগেও এই ধরণের ঘটনার নানা উদাহরণ দেখা গেছে ৷ কেকেআর এর আগেই পদক্ষেপ নিয়েছিল প্ল্যান্ট এ সিক্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:শুধু বাইশ গজেই নয়, কেকেআর দায়বদ্ধ সামাজিকভাবেও৷ এর আগেও এই ধরণের ঘটনার নানা উদাহরণ দেখা গেছে ৷ কেকেআর এর আগেই পদক্ষেপ নিয়েছিল প্ল্যান্ট এ সিক্স ৷ অর্থাৎ কেকেআর ম্যাচে একটা ছয় মারলেই তারপ্রেক্ষিতে কেকেআর ম্যানেজমেন্ট কলকাতার বুকে একটি করে গাছ পোঁতবার অঙ্গীকার করেছিল ৷
advertisement

মানুষ –প্রকৃতির কাছে দায়বদ্ধতা মেনে আর্থ ডে উপলক্ষ্যে ফের বিশেষ পদক্ষেপ নিল কেকেআর ৷ আর্থ ডে অর্থাৎ পৃথিবীর দিন ৷ তাই পৃথিবীকে ফিরিয়ে দেওয়ার বিশেষ সময় ৷ ইডেনে ম্যাচ চলাকালীন যে পরিমাণ বর্জ্য তৈরি হয় তা বিশেষ ভাবে রিসাইকল করে কেকেআর ৷ সেটাকে যেখানে সেখানে খালি জমিয়ে দেওয়া নয় ৷ ২০৬০৬ কেজি বর্জ্য পদার্থের মধ্যে ১৯১৭৩ কেজি সফলভাবে রিসাইকল করেছে কেকেআর ৷ আর বাদ গেছে মাত্র ৬.৮ শতাংশ ডাম্পিং করা হয়েছে ৷

advertisement

এই সব বর্জ্য দিয়ে বানানো এক বিশেষ ভাস্কর্য এবার ইডেনের প্রেক্ষাপটে গড়ে তুলল তারা ৷ আর্থ ডে –তে এই বিশেষ ভাস্কর্যের আবরণ উন্মোচন করলেন জুহি চাওলা, ভেঙ্কি মাইসোর, কেকেআরের কোচ জ্যাক কালিস,সহকারি কোচ সাইমন কাটিচ হাজির ছিলেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই অনুষ্ঠানে এসে দলের অন্যতম কর্ণধার জুহি চাওলা জানিয়েছেন পরিবেশ বাঁচাতে বর্জ্য কমানো খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ তাই তাঁর দাবি নিজেদের স্পনসরদেরও প্লাস্টিক বর্জন করে পরিবেশ বান্ধব বস্তু ব্যবহারের আহ্বান করেন তাঁরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতাকে বিশেষ উপহারে কেকেআরের, বাইশ গজের বাইরে ফের একবার মন জয় কিং খানদের