TRENDING:

আজ ইডেনে মহারণ, পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে দু’দলের কোন ক্রিকেটাররা ? দেখে নিন

Last Updated:

ব্যাটসম্যানদের পাশাপাশি দু’দলের বোলাররাও আজ ম্যাচে তফাত গড়ে দিতে পারেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ ইডেনে ফের মহারণ ৷ আইপিএলের প্লে অফের ম্যাচ মানেই তাকে ঘিরে উত্তেজনা চরমে থাকে ৷ প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর দুই ম্যাচই দারুণ উত্তেজক হয়েছে ৷ আজ, ইডেনেও আরও একটা হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে পাওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ৷ যেখানে মুখোমুখি এবারের টুর্নামেন্টের দুই হট ফেভারিট দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই দুই দলের শেষ সাক্ষাতে অবশ্য শেষ হাসি হেসেছিল শাহরুখ খানের দলই ৷ হায়দরাবাদে ওই ম্যাচ জিতেই প্লে অফ নিশ্চিত করেছিলেন কার্তিকরা ৷ এবার অবশ্য কোয়ালিফায়ারের লড়াই ৷ ইডেনে আজ নক আউট ম্যাচ ৷ ব্যাটসম্যানদের পাশাপাশি দু’দলের বোলাররাও আজ ম্যাচে তফাত গড়ে দিতে পারেন ৷
advertisement

পার্পল ক্যাপ অর্থাৎ সবচেয়ে বেশি উইকেট পাওয়ার দৌড়ে এগিয়ে এখন বেশ কয়েকজন ক্রিকেটার ৷ যাঁদের মধ্যে কেকেআর এবং সানরাইজার্স দলের বেশ কিছু বোলারও রয়েছেন ৷ এক্ষেত্রে এখনও পর্যন্ত অবশ্য অনেকটাই এগিয়ে সানরাইজার্সের দুই ক্রিকেটার সিদ্ধার্থ কউল এবং রশিদ খান ৷ ১৫ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়ে এখন সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে রয়েছেন সিদ্ধার্থ ৷ তাঁর উপরে শুধু কিংস ইলেভেনের অ্যান্ড্রু টাই (২৪) এবং আরসিবি-র উমেশ যাদব (২০) ৷ টাইকে টপকানোটা কঠিন হলেও উমেশকে ছাপিয়ে তালিকায় দু’নম্বরে ওঠার সম্ভাবনা উজ্জ্বল সিদ্ধার্থের ৷ পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছেন সানরাইজার্সের আফগান পেসার রশিদ খানও ৷ ১৫ ম্যাচ খেলে তাঁর সংগ্রহে এখন ১৮টা উইকেট ৷ বোলারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি ৷  ফলে সিদ্ধার্থ এবং রশিদ খানের নিজেদের মধ্যেও প্রতিযোগিতা এখন তুঙ্গে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অন্যদিকে কেকেআর বোলারদের মধ্যে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন সুনীল নারিন এবং কুলদীপ যাদব ৷ যদিও বাকীদের তুলনায় তাঁরা দু’জনে অনেকটাই পিছিয়ে ৷ কারণ নারিনের সংগ্রহে ১৫ ম্যাচে ১৬ উইকেট ৷ অন্যদিকে ১৫ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ৷ কেকেআর বোলাররা পার্পল ক্যাপের দৌড়ে সেভাবে না থাকলেও নারিন-কুলদীপ ছাড়াও বাকীরাও এখন ভাল ফর্মে রয়েছেন ৷ রাসেল, প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেকেই ভাল বল করছেন ৷ তাই শুধু চার-ছয়ের বন্যাই নয় ৷ ইডেনে ভাল বোলিং  দেখারও আশায় ক্রিকেটপ্রেমীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আজ ইডেনে মহারণ, পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে দু’দলের কোন ক্রিকেটাররা ? দেখে নিন