পয়েন্ট টেবলের সাপ-সিঁড়ি আর দরকার হবে না ৷ কারণ এবার ‘বেস্ট বনাম বেস্ট’-র লড়াইয়ে সেরা চার দলের ফাইনাল এনকাউন্টার ৷ তবে ১৪ ম্যাচের শেষে কেমন দাঁড়ালো পয়েন্ট টেবল তাতে তো একবার চোখ বুলিয়ে নেওয়াই যায় ৷ ১৪ ম্যাচের শেষে লিগ টেবলে নিজেদের এক নম্বর জায়গা ধরে রাখল ফার্স্ট বয় সানরাইজার্স হায়দরাবাদ ৷ ১৪ ম্যাচের ৯ টি তে জিতে তাদের পয়েন্ট ১৮ ৷
advertisement
সেকেন্ড বয় চেন্নাইয়েরও পয়েন্ট এটাই তবে রানরেটের সূক্ষ্ম তফাতে এক ও দুই হল হায়দরাবাদ ও চেন্নাইয়ের ৷ হায়দরাবাদের নেট রানরেট ছিল ০.২৮৪ আর চেন্নাইয়ের রানরেট ছিল ০.২৫৩ ৷
তালিকার তিন নম্বরে কলকাতাবাসীদের পছন্দের দল কেকেআর ৷ ১৪ ম্যাচের ৮ টিতে জিতে ১৬ পয়েন্ট তাদের ঝোলায় ৷
চার নম্বর স্পটের জন্য জোর লড়াই ছিল রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স,রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে ৷ তবে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে শেষ হাসি হাসল রাজস্থান রয়্যালস ৷
অন্যদিকে মুম্বই, ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন তিনটি দলই ৬ টি করে ম্যাচ জিতেছিল ৷ কিন্তু রানরেটের পার্থক্যে তারা আলাদা আলাদা জায়গা পেল ৷ কেবল দিল্লি ডেয়ারডেভিলস ১৪ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে এবারের আইপিএলের লাস্ট বয় হল ৷