আরও পড়ুন-বাটলার কাঁটা তুলতে আজ ইডেনে বিশেষ প্ল্যান নাইটদের
আজ কেকেআর বধে রাজস্থানের প্রধান অস্ত্র জস বাটলার ৷ তাঁকে দিয়ে ওপেন করিয়েও লাভ পেয়েছে শিল্পা শেট্টির দল ৷ ১২ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া রাজস্থান রয়্যালস শিবিরের পাখির চোখ যে এখন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ, তার ইঙ্গিত মিলেছে দলের মেন্টর ওয়ার্নের কথাতেই ৷ তিনি বলেন, ‘‘ ইডেনের ম্যাচটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সব ব্যক্তিগত কাজ বাতিল করে থেকেই গেলাম। এই ম্যাচের পরে না হয় ফেরা যাবে। প্লে-অফে আবার ফিরে আসব।’’ টানা তিন ম্যাচ জিতে তাঁরা এখন যে জায়গায়, তাতে মঙ্গলবার নাইটদের হারিয়ে প্লে-অফের আরও কাছে যেতে মরিয়া রাহানেরা।
advertisement
ইডেনে কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি চান বাটলার নিজেও ৷ তিনি বলেন, ‘‘এই ফর্ম ধরে রাখতে হবে। সেঞ্চুরি পেলে ভালই। আসলে মিডল অর্ডারে অনেক ব্যাট করেছি। প্রথম ছ’ওভার টিকে গেলে তাই মিডল অর্ডারের অভিজ্ঞতা কাজে লাগে। এখন ইডেনের ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা।’’