TRENDING:

শুধু কম টাকায় বেশি ডেটাই নয়, ম্যাচ চলাকালীন আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ জিওর গ্রাহকদের

Last Updated:

শুধুমাত্র কম টাকায় বেশি ডেটাই নয় ৷ ম্যাচ দেখতে দেখতে আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ রয়েছে গ্রাহকদের সামনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জিওর অফার মানেই বিপুল অফার ৷ দেশের ‘ক্রিকেট তিওহার’ আইপিএল শুরু হওয়ার আগে গ্রাহকদের জন্য বিশেষ ক্রিকেট সিজন প্যাক নিয়ে হাজির জিও ৷ সেখানে ৫১ দিনের জন্য ২৫১ টাকায় ১০২ জিবি ডেটা যেমন পাওয়া যাচ্ছে ৷ তার সঙ্গে রয়েছে আরও অনেক অফারও ৷
advertisement

ক্রিকেট উৎসবের এই বিশেষ অফারকে তাই সংস্থা নাম দিয়েছে ‘হাসো-খেলো-জিতো’ ৷ অর্থাৎ শুধুমাত্র কম টাকায় বেশি ডেটাই নয় ৷ ম্যাচ দেখতে দেখতে আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ রয়েছে গ্রাহকদের সামনে ৷  ম্যাচ দেখতে দেখতে আপনি জিততে পারেন মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে ২৫টা গাড়ি এবং কোটি টাকারও বেশি ক্যাশ প্রাইজ ৷ থাকছে ‘ক্রিকেট মিটস কমেডি’ শো ৷ দেশের প্রথম ক্রিকেট কমেডি শো হতে চলেছে এটি ৷ জিওর এই নতুন ক্রিকেট প্ল্যান হল ‘জিও ধন ধনা ধন লাইভ’ প্ল্যান এবং ‘জিও ক্রিকেট প্লে অ্যালং’ ৷ জিও অ্যাপেই পাওয়া যাবে এই নতুন ফিচার ৷ জিও গ্রাহকদের পাশাপাশি জিওর গ্রাহক যারা নন, তারাও এই অ্যাপে লাইভ খেলা দেখতে পারবেন আইপিএলের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

সংস্থার তরফে একটি বিবৃতিতে এদিন জানানো হয়, ‘‘ ক্রিকেটপ্রেমীদের জন্য এবার জিও ক্রিকেট সিজন প্যাক নিয়ে এসেছে সংস্থা ৷ যেখানে প্রায় প্রতিটি ম্যাচেরই লাইভ স্ট্রিমিং দেখা যাবে ৷ ২৫১ টাকায় ৫১ দিনের জন্য ১০২ জিবি ডেটা পাচ্ছেন জিও গ্রাহকরা ৷ ক্রিকেট প্যাক এই প্রথম লঞ্চ করল জিও ৷ এই প্যাক বিশেষভাবে ভিডিও দেখার জন্যই দেওয়া হয়েছে ৷ এর ফলে আরও সহজে নিজেদের পছন্দের ম্যাচ লাইভ এবং ক্লিপিংস দেখতে পারবেন গ্রাহকরা ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শুধু কম টাকায় বেশি ডেটাই নয়, ম্যাচ চলাকালীন আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ জিওর গ্রাহকদের