ক্রিকেট উৎসবের এই বিশেষ অফারকে তাই সংস্থা নাম দিয়েছে ‘হাসো-খেলো-জিতো’ ৷ অর্থাৎ শুধুমাত্র কম টাকায় বেশি ডেটাই নয় ৷ ম্যাচ দেখতে দেখতে আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ রয়েছে গ্রাহকদের সামনে ৷ ম্যাচ দেখতে দেখতে আপনি জিততে পারেন মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে ২৫টা গাড়ি এবং কোটি টাকারও বেশি ক্যাশ প্রাইজ ৷ থাকছে ‘ক্রিকেট মিটস কমেডি’ শো ৷ দেশের প্রথম ক্রিকেট কমেডি শো হতে চলেছে এটি ৷ জিওর এই নতুন ক্রিকেট প্ল্যান হল ‘জিও ধন ধনা ধন লাইভ’ প্ল্যান এবং ‘জিও ক্রিকেট প্লে অ্যালং’ ৷ জিও অ্যাপেই পাওয়া যাবে এই নতুন ফিচার ৷ জিও গ্রাহকদের পাশাপাশি জিওর গ্রাহক যারা নন, তারাও এই অ্যাপে লাইভ খেলা দেখতে পারবেন আইপিএলের ৷
advertisement
সংস্থার তরফে একটি বিবৃতিতে এদিন জানানো হয়, ‘‘ ক্রিকেটপ্রেমীদের জন্য এবার জিও ক্রিকেট সিজন প্যাক নিয়ে এসেছে সংস্থা ৷ যেখানে প্রায় প্রতিটি ম্যাচেরই লাইভ স্ট্রিমিং দেখা যাবে ৷ ২৫১ টাকায় ৫১ দিনের জন্য ১০২ জিবি ডেটা পাচ্ছেন জিও গ্রাহকরা ৷ ক্রিকেট প্যাক এই প্রথম লঞ্চ করল জিও ৷ এই প্যাক বিশেষভাবে ভিডিও দেখার জন্যই দেওয়া হয়েছে ৷ এর ফলে আরও সহজে নিজেদের পছন্দের ম্যাচ লাইভ এবং ক্লিপিংস দেখতে পারবেন গ্রাহকরা ৷ ’’