TRENDING:

ভবিষ্যতের সচিন-বিরাট হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন পৃথ্বী-শুভমান

Last Updated:

এ মরশুমে তরুণ পৃথ্বী শ এবং শুভমান গিল যেভাবে নিজেদের প্রতিভার বিস্ফোরণ দেখাচ্ছেন তাতে জাত চেনাচ্ছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএলে ক্রিকেটারদের স্কিল পরীক্ষা হয় নাকি, এটা শুধুই অর্থ আর গ্ল্যামারের বিজ্ঞাপন তা নিয়ে তর্ক থাকতে পারে ৷ তবে এ মরশুমে তরুণ পৃথ্বী শ এবং শুভমান গিল যেভাবে নিজেদের প্রতিভার বিস্ফোরণ দেখাচ্ছেন  তাতে জাত চেনাচ্ছেন ৷
advertisement

পৃথ্বী শ অনেকদিনই সংবাদমাধ্যমের নজরে রয়েছেন ৷ তাঁর ক্রিকেট খেলার জন্য মুম্বই শহরের মধ্যে বাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন খোদ সচিন তেন্ডুলকর ৷ যাতে তাঁর যাতায়াত করতে সময় ও এনার্জি নষ্ট না হয় ৷ সচিনের পর বিরাটকে ব্যাটে নিজেদের লোগো ব্যবহার করতে দিয়েছে এমআরএফ ৷ তরুণ পৃথ্বীও খেলেন এই এমআরএফ লোগোর ব্যাট নিয়ে ৷ ফলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে থেকেই তিনি পরিচিত নাম ৷

advertisement

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ২৬১ রান করেছিলেন তিনি ৷ ব্যাটিং গড় ৬৫.২৫ ৷ যা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় অধিনায়কদের করা সবচেয়ে বেশি রান ৷ উন্মুক্ত চাঁদ থেকে বিরাট কোহলি সকলেই ছিলেন তাঁর চেয়ে পিছনে ৷

Photo: News18 Creative

advertisement

Photo: News18 Creative

এখনও অবধি দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতেও সেই স্কিলের ঝলক দেখছে দুনিয়া ৷ দল খুব একটা ভালো জায়গায় হয়ত নেই, কিন্তু স্ট্রোক নির্বাচন , ইনিংস বিল্ডিং সবতেই নিজের দক্ষতা দেখাচ্ছেন এই তরুণ ৷ দিল্লির হয়ে এখনও অবধি ৪ টি ম্যাচে ১৪০ রান করেছেন তিনি ৷

advertisement

এদিকে দিন কয়েক ধরে শুভমান গিলকে নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছিল ৷ কেকেআর সঠিক ক্রিকেটার নিলাম থেকে তোলেনি ৷ বৃহস্পতিবার সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে, তাঁকে নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিল তরুণ ক্রিকেটারের ব্যাট ৷ দেখিয়ে দিলেন সঠিক জায়গায় সুযোগ পেলে পারফরম্যান্স দেওয়ার সবরকমের যোগ্যতা তাঁর রয়েছে ৷ এদিন মাত্র ৩৬ বলে ৫৭ রান করেন ১৮ বছরের তরুণ ৷ এবারের আইপিএলে তাঁর ঝোলায় রান ৭ ম্যাচে ১২২ ৷

advertisement

Photo: News18 Creative

বিশ্বকাপের মঞ্চে এই তরুণ নিজের ঝাঁঝালো পারফরম্যান্স দিয়ে একটা জায়গা তৈরি করেছিলেন ৷ ২০১৮ –র বিশ্বকাপে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৷ তাঁর আগে ছিলেন শুধু ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক অ্যাথানাজে ৷ তাঁর রান ছিল ৬ ম্যাচে ৪১৮ ৷ অন্যদিকে ভারতের শুভমানের  ৫ ম্যাচে ৩৭২  রান ৷ ব্যাটিং গড় ছিল ১১২.৩৮ ৷ তিনি পরপর চারটি ম্যাচে ৫০ করেছিলেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পৃথ্বী –শুভমান দুই তরুণ যেভাবে নিজেদের মেলে ধরছেন তাতে নিঃসন্দেহে ভারতীয় জার্সিতে এঁদের খেলা শুধু সময়ের অপেক্ষা ৷ এমনটাই বলছে ক্রিকেট মহল ৷ তবে আইপিএলের এই মঞ্চের প্রকাশকে ব্যবহার করতে হবে পজিটিভ ভাবে নচেৎ বিপদ ৷ প্রতিভা থাকলেই যথেষ্ট নয়, তাঁকে লালন করাও একটা বড় চ্যালেঞ্জ ৷ আর সেটার জন্যেই নিজেদের তৈরি করতে হবে পৃথ্বী-শুভমানদের ৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভবিষ্যতের সচিন-বিরাট হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন পৃথ্বী-শুভমান