তরুণীকে সিএসকে পতাকা হাতে হাসিমুখেও যেমন দেখা গিয়েছে, তেমনি ধোনিরা ম্যাচ হারার পর বিষন্ন দেখিয়েছে ৷ তরুণীতে এতটাই মুগ্ধ প্রত্যেকে যে ম্যাচ চলাকালীন এবং শেষে তাঁকে নিয়ে টুইটের বন্যা বয়ে গিয়েছে ৷ তৈরি হয়েছে একাধিক মিমও ৷ কিন্তু কে এই রহস্যময়ী তরুণী ? পরে অবশ্য জানা গিয়েছে তাঁর আসল পরিচয় ৷
advertisement
তরুণীর নাম মালতী চাহার ৷ তিনি অবশ্য শুধুই একজন সিএসকে ফ্যান নন ৷ তিনি চেন্নাই সুপার কিংস ক্রিকেটার দীপক চাহারের বোন ৷ পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির একজন বিশাল ফ্যানও বটে ৷ তাঁর আরেক ভাই রাহুল চাহার খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে ৷ সিএসকে অধিনায়ক ধোনির সঙ্গে একটি ছবিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন মালতী ৷ তাই প্রিয় দলের হয়ে গলা ফাটাতে শনিবার মাঠে উপস্থিত থাকলেও দিনের শেষে হতাশই হতে হয়েছে তাঁকে ৷ মালতীর বিষন্ন মুখই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷