TRENDING:

ইশান কিষানের কাছে ক্ষমা চাইলেন হার্দিক পান্ডিয়া, সোশ্যাল মিডিয়ায় যা বললেন তারকা অলরাউন্ডার

Last Updated:

মিসটেক, মিসটেক অনেকটা এই ঢঙেই সতীর্থ ইশান কিষানের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় হার্দিক পান্ডিয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মিসটেক, মিসটেক অনেকটা এই ঢঙেই সতীর্থ ইশান কিষানের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় হার্দিক পান্ডিয়া৷
advertisement

আসলে এবারের আইপিএলে নিজেদের প্রথম জয়ের দিন ঘটে যায় দুর্ঘটনা৷

আরসিবি-র বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৩ তম ওভারে ঘটে যায় দুর্ঘটনা৷ উইকেটে বোলারের ফুটমার্ক থেকে বল হঠাৎই বাউন্স করে এই তরুণ উইকেটরক্ষকের ডান চোখে আঘাত করে৷ মাঠেই প্রাথমিক চিকিৎসার পর রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি৷ তারপর বাকি ম্যাচে আদিত্য তারে উইকেটের পিছনে দায়িত্ব সামলান৷

advertisement

এই ঘটনা দুঃখ প্রকাশ করেছেন হার্দিক পান্ডিয়া৷ তিনি ইশানকে নিয়ে ছবি পোস্ট করে টুইটারে লেখেন, ‘মেরা কিউটি পাই,সরি ভাই, স্টে স্ট্রং’- অর্থাৎ আমার কিউটি পাই ভাই দুঃখিত৷ শক্ত থাকো৷ আসলে পান্ডিয়ার বল হঠাৎ লাফিয়েই চোখ লেগেছিল মুম্বই ইন্ডিয়ন্সের উইকেটরক্ষকের৷

Photo Courtesy: hardiik pandya/Twittter Handle

advertisement

এদিকে দলের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন, ‘‘খুবই দুঃখজনক, ও এখন ঠিকই আছে৷ তবে চোখে সামাণ্য অসুবিধা আছে৷ এক-দুদিনের মধ্য সেটা ঠিক হয়ে যাবে৷ আমাদের পরের ম্যাচ ২২ তারিখ ফলে হাতে ৩-৪ দিন সময় আছে৷ আশা করা যায় ও পুরো সেরে যাবে৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

তবে ক্রিকেট মাঠে হঠাৎ আসা বলের ধাক্কা থেকে একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে৷ এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে৷ অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় ফিল হিউজ এভাবেই মারা গিয়েছিলেন৷ তবে ইশানের চোট সেরকম গুরুতর না হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি মুম্বই শিবির৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইশান কিষানের কাছে ক্ষমা চাইলেন হার্দিক পান্ডিয়া, সোশ্যাল মিডিয়ায় যা বললেন তারকা অলরাউন্ডার