আসলে এবারের আইপিএলে নিজেদের প্রথম জয়ের দিন ঘটে যায় দুর্ঘটনা৷
আরসিবি-র বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৩ তম ওভারে ঘটে যায় দুর্ঘটনা৷ উইকেটে বোলারের ফুটমার্ক থেকে বল হঠাৎই বাউন্স করে এই তরুণ উইকেটরক্ষকের ডান চোখে আঘাত করে৷ মাঠেই প্রাথমিক চিকিৎসার পর রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি৷ তারপর বাকি ম্যাচে আদিত্য তারে উইকেটের পিছনে দায়িত্ব সামলান৷
advertisement
এই ঘটনা দুঃখ প্রকাশ করেছেন হার্দিক পান্ডিয়া৷ তিনি ইশানকে নিয়ে ছবি পোস্ট করে টুইটারে লেখেন, ‘মেরা কিউটি পাই,সরি ভাই, স্টে স্ট্রং’- অর্থাৎ আমার কিউটি পাই ভাই দুঃখিত৷ শক্ত থাকো৷ আসলে পান্ডিয়ার বল হঠাৎ লাফিয়েই চোখ লেগেছিল মুম্বই ইন্ডিয়ন্সের উইকেটরক্ষকের৷
এদিকে দলের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন, ‘‘খুবই দুঃখজনক, ও এখন ঠিকই আছে৷ তবে চোখে সামাণ্য অসুবিধা আছে৷ এক-দুদিনের মধ্য সেটা ঠিক হয়ে যাবে৷ আমাদের পরের ম্যাচ ২২ তারিখ ফলে হাতে ৩-৪ দিন সময় আছে৷ আশা করা যায় ও পুরো সেরে যাবে৷ ’’
তবে ক্রিকেট মাঠে হঠাৎ আসা বলের ধাক্কা থেকে একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে৷ এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে৷ অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় ফিল হিউজ এভাবেই মারা গিয়েছিলেন৷ তবে ইশানের চোট সেরকম গুরুতর না হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি মুম্বই শিবির৷