TRENDING:

আইপিএল ফাইনাল নাকি ফিক্সড! তত্ত্ব ঢাকতে যুক্তি সাজাচ্ছে সম্প্রচারকারী সংস্থা

Last Updated:

হটস্টারে এলিমিনেটর ম্যাচের লাইভ সম্প্রচার চলছিল ৷ তারমধ্যেই এল প্রোমো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হটস্টারে এলিমিনেটর ম্যাচের লাইভ সম্প্রচার চলছিল ৷ তারমধ্যেই এল প্রোমো ৷ দেখুন আইপিএল ফাইনাল সিএসকে বনাম কেকেআর ৷ যাঁরা দেখছিলেন তাঁদের তো মাথায় হাত ৷ এখনও এলিমিনেটর ম্যাচই হয়নি এরপর রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার,তাহলে কী করে জানা গেল ফাইনালে সিএসকে –র সামনে কেকেআরই যাবে ৷
advertisement

এরপরেই উত্তাল সোশ্যাল মিডিয়া ৷ তাহলে কী সবকিছুই ফিক্সড ,এই সব টুর্নামেন্ট, ম্যাচ, পারফরম্যান্স সবই একটি সুগঠিত চিত্রনাট্যের অংশ ৷ এদিকে এই প্রোমো টেলিকাস্ট হওয়ার পরই ইডেন গার্ডেন্সের এলিমিনেটরে ২৫ রানে রাজস্থান রয়্যালসকে হারায় কলকাতা নাইট রাইডার্স ৷

এরপরেই টুইটারে একের পর বিস্ফোরণ ৷ নিজেদের মতো করে যুক্তি সাজিয়ে টুইট করেছেন ফ্যানরা ৷

advertisement

Photo Courtesy- Twitter

Photo Courtesy- Twitter

এদিকে আইপিএলের ফাইনাল ম্যাচ ২৭ তারিখ অর্থাৎ রবিবার ৷ এদিকে শুক্রবারই দ্বিতীয় কোয়ালিফায়ারে স্থির হয়ে যাবে চেন্নাই বনাম কোন দলের আইপিএল ফাইনাল হবে ৷

advertisement

সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে যেহেতু শুক্রবারের পর হাতে মাত্র একটা দিন তাই চেন্নাই বনাম কেকেআর এবং চেন্নাই বনাম সানরাইজার্স দুটি প্রোমোই তৈরি ছিল ৷ ভুলবশত চেন্নাই বনাম কেকেআর প্রোমোটি সময়ের আগেই সম্প্রচারিত হয়ে গেছে ৷ এবার সেই বিতর্কিত প্রোমো ঢাকতে তিন দলকে নিয়েই এক নয়া প্রোমো বাজারে ছেড়েছে সম্প্রচারকারী সংস্থা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল ফাইনাল নাকি ফিক্সড! তত্ত্ব ঢাকতে যুক্তি সাজাচ্ছে সম্প্রচারকারী সংস্থা