এবারের আইপিএলে যেভাবে ক্রিকেটপ্রেমীদের গ্যালারিতে তাঁদের প্রিয় দলকে সমর্থন জোগাতে দেখা গিয়েছে, তাতে অভিভূত বিসিসিআই থেকে ফ্র্যাঞ্চাইজি কর্তারা প্রত্যেকেই ৷ হাতে গোনা কয়েকটা ম্যাচ বাদ দিলে, প্রায় প্রতিটা ম্যাচেই স্টেডিয়াম ছিল হাউজফুল ৷ এব্যাপারে পিছিয়ে ছিল না কলকাতার ইডেন গার্ডেন্সও ৷ কেকেআরের সমর্থনে প্রতিটা ম্যাচেই স্টেডিয়ামের গ্যালারি উপচে পড়েছে দর্শকে ৷ পাশাপাশি মাঠে সমস্ত ব্যবস্থাই নিখুঁত ছিল সিএবি-র ৷
advertisement
আরও পড়ুন-হায়দরাবাদের কাছে হারার পর টিম কেকেআর-কে কী বার্তা দিলেন শাহরুখ ? দেখে নিন
ক্রিকেটের নন্দনকাননকে তাই খালি হাতে ফেরায়নি বিসিসিআইও ৷ এবারের আইপিএলের সেরা ভেন্যু এবং মাঠের পুরস্কার গিয়েছে ইডেনের দখলেই ৷ পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ম্যাচ আয়োজন থেকে শুরু করে দর্শকদের বসার ব্যবস্থা, সবেতেই সেরা নির্বাচিত হয়েছে ইডেন ৷ এর জন্য ইডেনের সমস্ত গ্রাউন্ডসম্যান এবং সিএবি-র অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷