TRENDING:

আইপিলএল নিলাম বিশ্বাসঘাতকতা হয়েছে, বিস্ফোরক গেইল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেরল: বছর আইপিএলের ব্যাট হাতে বিস্ফোরণ ঘটানোর মধ্যেই কথাতেও বিস্ফোরক ক্রিস গেইল ৷ এই মুহূর্তে কিংস ইলেভেন পঞ্জাব থেকে কয়েক দিনের ব্রেক নিয়ে জবরদস্ত ছুটি কাটাচ্ছেন ক্যারিবিয়ান তারকা ৷
advertisement

প্রথমে গোয়ায় একটি পোকার টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন গেইল ৷ তারপর সেখান থেকে সোজা চলে গেছেন তিনি ৷ আসলে ওয়ার্ক হার্ড,পার্টি হার্ডার মন্ত্রে বিশ্বাসী গেইলের সাফল্যের এটাই রেসিপি ৷ নিজের স্ত্রী, কন্যা,

শাশুড়িকে নিয়ে এই মুহূ্র্তে কেরলে বিন্দাস গেইল ৷

Photo Courtesy: Chris Gayle /Twittter Handle

advertisement

বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক গেইলকে পিছু করে বেরিয়েছে ৷ তাতেও বিশেষ গা ঘামাননি ক্যালিপসো কিং ৷ তবে এবারের আইপিএলের নিলামে তাঁকে কথা দিয়েও কথা রাখেনি আরসিবি ৷ এরকম বিশ্বাসঘাতকার অভিযোগ

আনলেন বিন্দাস বান্দা ৷ গেইলের দাবি আরসিবি তাঁকে কথা দিয়েছিল নিলামে তাঁকে তুলে নেওয়া হবে ৷ কিন্তু আইপিএল ২০১৮ -র নিলামের প্রথম দিনে এটাই ছিল অন্যতম ব্রেকিং নিউজ যে গেইলকে নিলামে -র প্রথম

advertisement

রাউন্ডে তোলেনি কোনও দল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দ্বিতীয় দফায় বেস প্রাইস ২ কোটি টাকায় তাঁকে তুলে নেয় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব ৷ হয়ত সদাই কুল বান্দা গেইলকে এই বিশ্বাসঘাতকতা এতটাই নাড়া দিয়েছে ফের একবার ব্যাট হাতেই আরসিবিকে দেখিয়ে দিচ্ছেন তিনি কাকে হারিয়েছে বিরাট কোহলির দল ৷ এই মুহূর্তে লিগ টেবলের ৭ নম্বরে রয়েছে আরসিবি ৷ ২ টি মাত্র ম্যাচে জয় পেয়েছে তারা ৷ অন্যদিকে গেইলের অনেকটা অবদান রয়েছে কিংস ইলেভেনকে লিগ টেবলের ৩ নম্বরে রাখার ৷ যাদের জয়ের সংখ্যা ৫ টি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিলএল নিলাম বিশ্বাসঘাতকতা হয়েছে, বিস্ফোরক গেইল