দু’বছর বাদে আইপিএলে প্রত্যাবর্তনের পরে চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে এখন এক জনই নায়ক। তিনি ডোয়েন ব্র্যাভো ! তাঁর ৩০ বলে ৬৮ রানের ইনিংস এখন কেউই ভুলতে পারছেন না ৷ এত বছর ধরে আইপিএল এবং একাধিক টুর্নামেন্ট খেললেও শনিবারের ইনিংসকেই সেরা বেছেছেন ব্র্যাভো নিজেও ৷ তিনি বলেন, ‘‘ আমার জীবনের এটা সেরা ইনিংস। আমার মনে হয় না, কোনও ফর্ম্যাটের ক্রিকেটে কখনও এই রকম ইনিংস খেলেছি আমি।’’
advertisement
এবছর ব্র্যাভোর আরও একটা জিনিস লক্ষ্য করার আছে ৷ সেটা হল তাঁর জার্সি নম্বর ৷ হঠাৎ এত নম্বর থাকতে ৪০০ নম্বর জার্সি পড়ে কেন খেলছেন ব্র্যাভো ? উত্তরটা তিনি নিজেই দিয়েছেন ৷ ব্র্যাভো বলেন, ‘‘ পোলার্ড হলেন প্রথম প্লেয়ার যিনি ৪০০ টি২০ ম্যাচ খেলেছেন ৷ তাই ও চারশো নম্বর জার্সি পরে খেলে ৷ আর আমি হলাম টি২০-তে ৪০০ উইকেট পাওয়া প্রথম বোলার ৷ তাই আমিও ৪০০ নম্বর জার্সি পরে খেলছি ৷ আমি খুশি যে ৪০০ নম্বর জার্সিটা আমার লাক ফিরিয়ে এনেছে ৷ ’’