এদিকে সুপ্রিম কোর্ট নির্বাচিত তিন সদস্যের দলই দুবাইয়ে আইসিসি মিটিংয়ে অংশ নেবেন বলে জানিয়ে দেওয়া হল। প্রথমে ঠিক হয়েছিল একজনের নাম। সুপ্রিম কোর্টের এমনই নির্দেশ ছিল। কিন্তু পরে তিনজনকেই অনুমতি দেওয়া হয়। সেই দলে রয়েছেন বিক্রম লিমায়ে, অমিতাভ চৌধুরী ও অনিরুদ্ধ চৌধুরী। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই আইসিসি মিটিং। সেখানে বিসিসিআই-এর হয়ে প্রতিনিধি হিসেবে থাকবেন এই তিন জনই। আদালত জানিয়ে দিয়েছে এই তিন জনেরই গুরুত্ব সমান। সোমবারই অমিতাভ চৌধুরীকে বিসিসিআই-এর টিম সিলেকশন কমিটির মিটিংয়ে আহ্বায়ক হিসেবে যেতে বাধা দেওয়া হয়। তাঁর জায়গায় রাহুল জহুরিকে পাঠানো হয় আহ্বায়ক হিসেবে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2017 8:56 AM IST