TRENDING:

জট কাটছে , সূচি মেনেই হবে দশম আইপিএল

Last Updated:

সূচি মেনেই ৫ এপ্রিল থেকে শুরু হবে দশম আইপিএল। দীর্ঘ আইনি টালবাহানা কাটিয়ে অবশেষে বুধবার আইপিএলের বল গড়াল মুম্বইয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  সূচি মেনেই ৫ এপ্রিল থেকে শুরু হবে দশম আইপিএল। দীর্ঘ আইনি টালবাহানা কাটিয়ে অবশেষে বুধবার আইপিএলের বল গড়াল মুম্বইয়ে। বোর্ড কর্তাদের সঙ্গে আইপিএল পরিচালনা নিয়ে এদিন প্রথম দফার বৈঠক করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকরা। বৈঠকে পর্যবেক্ষক প‍্যানেলের সঙ্গে ছিলেন বোর্ডের সিইও রাহুল জোহরি। আলোচনা হয় টুর্নামেন্টের সূচি, নিলাম প্রক্রিয়া নিয়েও। ফলে ফেব্রুয়ারিতেই হতে পারে দশম আইপিএলের ক্রিকেটারদের নিলাম। খুব দ্রুত ফ্র‍্যাঞ্চাইজিদের সঙ্গেও আলোচনায় বসবেন বিনোদ রাই, রামচন্দ্র গুহ, ডায়না এডুলজিরা।
advertisement

এদিকে সুপ্রিম কোর্ট নির্বাচিত তিন সদস্যের দলই দুবাইয়ে আইসিসি মিটিংয়ে অংশ নেবেন বলে জানিয়ে দেওয়া হল। প্রথমে ঠিক হয়েছিল একজনের নাম। সুপ্রিম কোর্টের এমনই নির্দেশ ছিল। কিন্তু পরে তিনজনকেই অনুমতি দেওয়া হয়। সেই দলে রয়েছেন বিক্রম লিমায়ে, অমিতাভ চৌধুরী ও অনিরুদ্ধ চৌধুরী। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই আইসিসি মিটিং। সেখানে বিসিসিআই-এর হয়ে প্রতিনিধি হিসেবে থাকবেন এই তিন জনই। আদালত জানিয়ে দিয়েছে এই তিন জনেরই গুরুত্ব সমান। সোমবারই অমিতাভ চৌধুরীকে বিসিসিআই-এর টিম সিলেকশন কমিটির মিটিংয়ে আহ্বায়ক হিসেবে যেতে বাধা দেওয়া হয়। তাঁর জায়গায় রাহুল জহুরিকে পাঠানো হয় আহ্বায়ক হিসেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
জট কাটছে , সূচি মেনেই হবে দশম আইপিএল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল