TRENDING:

টেবিল টেনিস টুর্নামেন্টে বিরাট চমক! ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে! জানুন

Last Updated:

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ওয়াই এম সি এ কলেজ ব্রাঞ্চ আয়োজিত ইন্টার অ্যাকাডেমি টেবিল টেনিস টুর্নামেন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ওয়াই এম সি এ কলেজ ব্রাঞ্চ আয়োজিত ইন্টার অ্যাকাডেমি টেবিল টেনিস টুর্নামেন্ট। গত ১৫ থেকে ১৭ই জানুয়ারি চলে এই টুর্নামেন্ট! এই টুর্নামেন্টে কলকাতা ,হাওড়া ,বালির ১০টি অ্যাকাডেমির অনুর্ধ ১১ ও অনুর্ধ ১৩ বয়েসীদের নিয়ে এই প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই টুর্নামেন্ট নিয়ে প্রবল উত্তেজনা ছিল প্রথম থেকেই! ৮০ জন অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা যায় বিশেষ উত্তেজনা! এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত ও ১৫টি ন্যাশনাল চ্যাম্পিয়ন তৈরি করা কোচ শ্রী জয়ন্ত পুশিলাল।
advertisement

অনুষ্ঠানে শুরুতেই শ্রী জয়ন্ত পুশিলালকে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন,’ আজকের টেবিল টেনিসে বায়ো মেকানিকের, হাওয়ার ভারসাম্য,বল,ব্যাট আর পায়ের সঙ্গে ফ্লোরের ঘর্ষণের গুরুত্ব অপরিসীম’। তবে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ওয়াই এম সি এ কলকাতার সেক্রেটারি নীলাদ্রি রাহা, ভাইস প্রেসিডেন্ট সুবীর মল্লিক। সকলের উপস্থিতিতে এই টুর্নামেন্ট আলোকিত হয়ে ওঠে!

advertisement

অনুর্ধ ১৩, ছেলেদের চ্যাম্পিয়ন হয় আরসিটিসির শুভায়ন ঘোষ,উশান নস্কর,অভিসায়ন ভাওয়াল ও ধ্রুব ঘোষ।অনুর্ধ ১৩ ছেলেদের রানার্স আপ হয় বিবেকানন্দ ক্লাবের প্রিয়াংশু মন্ডল, সৌম্যজিৎ কুন্ডু ,কৃশ কুমার। অনুর্ধ ১৩ মেয়েদের চ্যাম্পিয়ন এআরসিটিসির দীপ্তি দাস,আরুষি মান্না, শ্রীজিতা মিত্র, রুদ্রানী গোপ। অনুর্ধ ১৩ মেয়েদের রানার্স আপ অন্নপূর্ণা ব্যায়াম সমিতির সৌজন্যা খাঁড়া,আর্শিয়ানা চক্রবর্তী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বঞ্চনার শিকার চর্মকারদের লক্ষ্মীপুজো, জাঁকজমক হারিয়ে দেবে দুর্গাপুজোকেও
আরও দেখুন

অনুর্ধ ১১ ছেলেদের চ্যাম্পিয়ন সিঁথি কোরাসের শ্রীহম চৌধুরী,আয়ুষ্মান ঘোষ,সিঞ্চন চৌধুরী। অনুর্ধ ১১ ছেলেদের রানার্স আপ এআরসিটিসির ধ্রুবাঙ্ক ঘোষ,হার্দিক রায়,আবির ঘোষ,অর্ক ঘোষ। মোস্ট প্রমিসিং প্লেয়ার পুরস্কার: ঋধাংশু ব্যানার্জি, সমাদৃতা চ্যাটার্জি, প্রিয়াংশু মন্ডল, সিঞ্চিতা দত্ত।

বাংলা খবর/ খবর/খেলা/
টেবিল টেনিস টুর্নামেন্টে বিরাট চমক! ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল