TRENDING:

বাংলার মেয়ে কাঁপাল এশিয়া কাপ, টিম ইন্ডিয়ার জন্য আজ মনে রাখার মতো রবিবার

Last Updated:

India W vs UAE W: ক্যাপ্টেন হরমনপ্রীত কউর (৬৬ রান) এবং উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের অর্ধশতকের সৌজন্যে রবিবার মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাঁচ উইকেটে ২০১ রানের বিশাল স্কোর করে ভারতীয় মহিলা দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডাম্বুলা: শ্রীলঙ্কার মাঠে বাংলার মেয়ের জয়জয়কার।
advertisement

ক্যাপ্টেন হরমনপ্রীত কউর (৬৬ রান) এবং উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের অর্ধশতকের সৌজন্যে রবিবার মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাঁচ উইকেটে ২০১ রানের বিশাল স্কোর করে ভারতীয় মহিলা দল।

এই প্রথম ভারতীয় মহিলা দল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২০০-র বেশি রান করল। ভারত এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল।

advertisement

আরও পড়ুন- কী চাইছেন গম্ভীর? হার্দিককে নিয়ে এবার আরও কঠিন পদক্ষেপ টিম ইন্ডিয়ার হেডস্যারের

এদিন ভারত যা করল তা মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে যে কোনও দলের করা সর্বোচ্চ স্কোর। এর আগে মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ডও ছিল ভারতের নামেই। ২০২২ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছিল ভারত।

advertisement

হরমনপ্রিত এদিন ৪৭ বলের ইনিংসে সাতটি চার এবং একটি ছক্কা মারেন। হরমনপ্রিত টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ১২তম হাফ সেঞ্চুরি করলেন। অধিনায়ক হিসাবে এটি তাঁর ১১তম অর্ধশতক।

রিচা ‘ফিনিশার’-এর ভূমিকা ভালভাবে পালন করেছেন। ২৯ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ইনিংসের শেষ ওভারে হেনা হোচান্দানিকে পাঁচটি চার মারেন তিনি। টি-টোয়েন্টিতে এটি রিচার প্রথম হাফ সেঞ্চুরি।

advertisement

আরও পড়ুন- Hardik Pandya: শুধু সংসার নয়, এবার স্বপ্নও ভেঙে চুরমার! কী জানালেন হার্দিক

হরমনপ্রীত দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন এদিন। যার মধ্যে রয়েছে চতুর্থ উইকেটে জেমিমাহ রদ্রিগেসের সঙ্গে ৩৯ বলে ৫৪ রান এবং পঞ্চম উইকেটে রিচার সঙ্গে ৪৫ বলে ৭৫ রানের জুটি।

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

ওপেনার স্মৃতি মান্ধানা (১৩ রান) একটি ছক্কা ও একটি চার মেরে আউট হন। শেফালি ভার্মা ১৮ বলে ৩৭ রান করেন। সংযুক্ত আরব আমিরশাহী ৭ উইকেটে ১২৩ রান তুলতে পারে। এদিনের জয়ের পর এশিয়া কাপের সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে  গেল ভারত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বাংলার মেয়ে কাঁপাল এশিয়া কাপ, টিম ইন্ডিয়ার জন্য আজ মনে রাখার মতো রবিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল