বাংলাদেশের বিরুদ্ধে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতের শেষ লিগ ম্যাচ চলাকালীন প্রতিকার ডান পায়ের গোড়ালি মচকে যায়।
সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, “তিনি যেভাবে পড়ে গিয়েছিলেন, তা দেখেই বোঝা যাচ্ছিল যে নকআউট ম্যাচগুলোর জন্য উপলব্ধ থাকবেন না। সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
২১তম ওভারের শেষ বলে যখন প্রতিকা বল থামাভিশতে ডিপ মিডউইকেট থেকে দৌড়ে আসেন, তখন তাঁর ডান পা ভেজা মাঠে আটকে যায় এবং তিনি যন্ত্রণায় মাটিতে পড়ে যান। ভারতীয় খেলোয়াড়রা তখনই তাঁর কাছে ছুটে যান এবং মাঠে একটি স্ট্রেচার আনা হয়। ২৫ বছর বয়সি প্রতিকা নিজের পায়ে ভর দিয়ে মাঠের বাইরে চলে যান।
advertisement
পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিকা অসাধারণ ফর্মে ছিলেন। ডানহাতি এই ব্যাটার ৬ ইনিংসে ৫১.৩৩ গড়ে মোট ৩০৮ রান করেছেন। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি করেন। সেই সঙ্গে তিনি মহিলা ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ১০০০ রান পূর্ণ করা খেলোয়াড়দের একজন হন।
প্রতিকা টপ অর্ডারে স্মৃতি মন্ধানার সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। আগামী বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রোববার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- মৃত্যু পর্যন্ত হতে পারত শ্রেয়স আইয়ারের, আইসিইউ-তে ভারতীয় তারকা
এদিকে, রিচা ঘোষের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই উইকেটকিপার-ব্যাটারের আঙুলে চোট লেগেছিল। ফলে তিনি পরবর্তী ম্যাচে অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি।
