TRENDING:

IND vs England : ইংল্যান্ডকে হারিয়ে মেয়েদের প্রতিশোধ! ফাইনালে সোনার পদকের আশা বেঁচে থাকল ক্রিকেটে

Last Updated:

Indian women cricket team beat England by 4 runs to qualify for Commonwealth Games cricket final. ইংল্যান্ডকে হারিয়ে মেয়েদের প্রতিশোধ! সোনার পদকের আশা বেঁচে থাকল ক্রিকেটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ বছর আগে ২০১৭ সালে লর্ডসে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারতের মেয়েরা। বলা হচ্ছিল আজ নাকি সেই হারের বদলা নিতে চায় ভারতের মেয়েরা। রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা। ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করলেন ভারতীয় বাঁহাতি ওপেনার। ২৩ বলে অর্ধশতরান করেন তিনি। ভাঙলেন নিজেরই রেকর্ড।
মেয়েদের ব্রিটিশ বধ! সোনার স্বপ্ন উজ্জল
মেয়েদের ব্রিটিশ বধ! সোনার স্বপ্ন উজ্জল
advertisement

ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে দ্রুততম অর্ধশতরান করেছিলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতিই। তিনি ২৪ বলে অর্ধশতরান করেছিলেন। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন স্মৃতি। সেই রেকর্ড ভেঙে গেল শনিবার। উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের তালিকায় প্রথম তিনটিই স্মৃতির।

এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। ৩২ বলে ৬১ রান করেন তিনি। ভারত তোলে ১৬৪ রান। প্রথম বার কমনওয়েলথ গেমস খেলতে নেমেছে মহিলা ক্রিকেট দল। ফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে হারাতেই হবে ভারতকে। জেমিমা রড্রিগেজ করেছিলেন ৪৪। দীপ্তি শর্মা ২২ এবং অধিনায়ক হরমন ২০ করেছিলেন।

advertisement

ইংল্যান্ডের ড্যানি ওয়াট (৩৫), সোফিয়া (১৯) করেন। কিন্তু তাদের হয়ে একটা দারুণ জুটি গড়ে তোলেন ন্যাট শিভার এবং জন্স। শেষ পর্যন্ত জোন্স ৩১ করে রান আউট হলেন। তবুও অধিনায়ক ন্যাট শিভার থাকা মানে ইংল্যান্ডের জয় আটকানো মুশকিল এ কথা জানা ছিল। ভারতীয় স্পিনারদের মধ্যে স্নেহ রানা বুদ্ধি করে বল করলেন।

advertisement

দীপ্তি শর্মা বল হাতে অবদান রাখলেন। শেষ দুই ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৭ রান। হাতে ছিল ছয় উইকেট। পূজা বস্ত্রকার ১৯ তম ওভার বল করতে এলেন। আজকেই ছিল তার প্রথম ম্যাচ। তৃতীয় এবং চতুর্থ বলে ছক্কা এবং বাউন্ডারি দিয়ে দিলেন তিনি। পরের বলেই রান আউট হলেন ন্যাট (৪১)।

সেরা ভিডিও

আরও দেখুন
লোকাল, এক্সপ্রেস...দিনের পর দিন দেরিতে ট্রেন! বিপাকে পূর্ব মেদিনীপুরের যাত্রীরা
আরও দেখুন

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪। রানা বুদ্ধি করে বল করলেন। ক্যাথেরিন তিন নম্বর বলে আউট হলেন হরমনের হাতে ক্যাচ দিয়ে। শেষ পর্যন্ত ভারত জিতল। জয়ের ব্যবধান মাত্র ৪ রান। প্রতিশোধ নেওয়া হল পাঁচ বছর আগের হারের। পাশাপাশি কমনওয়েলথ গোল্ড মেডেল ম্যাচের স্বপ্ন বাঁচিয়ে রাখল মেয়েরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs England : ইংল্যান্ডকে হারিয়ে মেয়েদের প্রতিশোধ! ফাইনালে সোনার পদকের আশা বেঁচে থাকল ক্রিকেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল