দলটিতে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক শাফালি ভার্মা এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম ঝোড়ো ওপেনার স্মৃতি মান্ধনার নাম রয়েছে৷ মন্ধানা এই দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন৷ নির্বাচকরা রিজার্ভ হিসাবে ৩ খেলোয়াড় রেখে ১৫ সদস্যের একটি দল নির্বাচন করেছেন।
মঙ্গলবার ২৭ অক্টোবর, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন এই দলে নির্বাচকরা উমা ছেত্রী (উইকেটরক্ষক), তনুজা কানওয়ার, সায়মা ঠাকুরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন।
চোট আঘাত থাকলেও এই দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়া ও শ্রেয়াঙ্কা পাটিল। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ছাড়াও রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা৷ ভারত এবারের বিশ্বকাপে গ্রুপ এ-তে রাখা হয়েছে।
T20 বিশ্বকাপ 2024-র জন্য ভারতীয় মহিলা দল:
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং, দয়ালান হেমলথা, আশা শোভানা , রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজনা সজীবন