নিজের অ্যাক্সিডেন্টের কারণে দলের সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজের অংশ হতে পারেননি তিনি৷ তাঁর যে পরিমাণ সময় লাগবে তাতে আগামী কবে আবার মাঠে ফিরতে পারবেন তা নিয়ে নানা মহলে এখনও সংশয় রয়েছে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে জানিয়েছিলেন মাঠে ফিরতে পন্থের এখনও দেড় থেকে দু বছর সময় লাগবে৷
আরও পড়ুন - White Palash: আগুনে পলাশ নয়, লক্ষ টাকার গাছের এই সাদা পলাশই এখন ভাইরাল
advertisement
আরও পড়ুন - IMD Weather Alert: এই ৪ রাজ্যে রঙ নয়, ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টির চরম দাপট, তাপমাত্রার জ্বালা একাধিক রাজ্যে
সম্প্রতি রুড়কিতে নিজের বাড়ির ছাদে একা বসে পন্থ দাবা খেলছেন৷ পন্থ নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের স্টোরিতে এই ছবি পোস্ট করেছেন৷ নিজের স্টোরির ক্যাপশনে পন্থ আবার লিখেছেন ভেবে বলুন তো আমার সঙ্গে কে খেলছেন?
পন্থ আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে বোঝা যাচ্ছিল হু হু করে বয়ে চলা হাওয়ার মধ্যে তিনি বসে দাবা খেলছেন৷
আসলে ঋষভ পন্থ যেভাবে অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন তাতে এক সময়ে তাঁর জীবন সংশয় অবধি হতে পারত, কিন্তু চিকিৎসকদের সফল প্রচেষ্টা এবং ঋষভ পন্থের অসম্ভব জীবনীশক্তির ফলে ফের রিহ্যাব প্রসেসে রয়েছেন পন্থ৷
এই সময়ে নিজেকে মোটিভেট রাখতে বিভিন্ন জিনিস করছেন তিনি৷ আর তাই এই দাবা খেলাও নিশ্চিতভাবেই এই পদ্ধতিরই একটি অংশ৷