আগের বছরের মতো এ বছরও আইসিসি-র এলিট প্যানেলে ভারতের এক জন মাত্র আম্পায়ারই জায়গা পেলেন। থেকে গেলেন নীতিন মেনন। তাঁর এলিট প্যানেলে থাকার মেয়াদ আরও এক বছর বাড়ানোর কথা জানিয়েছে আইসিসি। এলিট প্যানেলের মোট ১১ জন আম্পায়ারের মধ্যে আর কোনও ভারতীয়র জায়গা হয়নি।
উল্লেখ্য, এ বছর প্যানেলে কোনও পরিবর্তন করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি এলিট প্যানেলে থাকলেও নিরপেক্ষ আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচ পরিচালনার সুযোগ মেনন পাননি এখনও। চলতি জুন মাসেই শ্রীলঙ্কায় সেই নজির গড়বেন ৩৮ বছরের এই আম্পায়ার। খেলাবেন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার দু’টি টেস্ট ম্যাচ।
১১টি টেস্ট ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। সব টেস্টই তিনি খেলিয়েছেন ভারতের মাটিতে। কারণ, গত দু’বছর করোনার জন্য এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের তাঁদের নিজেদের দেশেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দিচ্ছিল আইসিসি। কোনও আন্তর্জাতিক ম্যাচেই থাকছিল না নিরপেক্ষ আম্পায়ার।
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই শ্রীলঙ্কা যাবেন মেনন। মেনন এলিট প্যানেলে থেকে যাওয়ায় খুশি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অদূর ভবিষ্যতে আরো কিছু আম্পায়ার ভারত থেকে যাতে এলিট প্যানেলে থাকতে পারে সেই চেষ্টা করবে বিসিসিআই। এর আগে
ভেঙ্কটরঘবন এবং এস রবি ছিলেন আইসিসির এলিট প্যানেলে। আম্পায়ারদের সার্বিক মান উন্নত করার জন্য নতুন ওয়ার্কশপ করার ভাবনায় বিসিসিআই।