TRENDING:

Sania Mirza Retierment: ‘‘শরীর আর দিচ্ছে না, এই বছরের পর আর খেলব না’’ অবসর নিতে চান সানিয়া মির্জা

Last Updated:

ভারতীয় টেনিসের অন্যতম সেরা প্রতিভা সানিয়া মির্জা (Sania Mirza Retirement) বুধবার নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: আসামাণ্য স্কিল পাশাপাশি দারুণ সৌন্দর্য্য, ভারতীয় টেনিসে এক বিপ্লবের নাম সানিয়া মির্জা (Sania Mirza) ৷ ভারতীয় টেনিসের অন্যতম সেরা প্রতিভা সানিয়া মির্জা (Sania Mirza Retirement) বুধবার নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলেন৷ তিনি জানিয়েছেন এই মরশুমের পর তিনি আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিতে চান৷ সানিয়া মির্জা নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নিজের মহিলা ডাবলসের পার্টনার ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে খেলে প্রথম রাউন্ডে হারের পর৷
indian tennis star sania mirza to retire after this season- Photo Courtesy- SAI/Twitter
indian tennis star sania mirza to retire after this season- Photo Courtesy- SAI/Twitter
advertisement

সানিয়া ও নাদিয়া জুটি অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে স্লোভেনিয়ার কাজা জুভান ও তামারা জিদানসেকের জুটির কাছে স্ট্রেট সেটে হারেন৷ খেলার ফল ৬-৪, ৭-৬৷

আরও পড়ুন - Immunity Tips: সংক্রমণের বিরুদ্ধে একমাত্র অস্ত্র ইমিউনিটি! আয়ুর্বেদিক উপায়ে মুক্তির পথ

অবসর প্রসঙ্গে (Sania Mirza Retierment) সানিয়া মির্জা বুধবার বলেছেন, ‘‘এর জন্য কয়েকটা কারণ রয়েছে, এটা এত সহজ -সরল নয় যে আমি আর খেলছি না৷ আমার নিজের মনে হচ্ছে চোট সেরে উঠতে বেশি সময় নিচ্ছে৷ আমার এত ট্রাভেলের কারণে তিন বছরের ছেলেকে রিস্কে ফেলে দিচ্ছি৷ যেটা আমাকে ভাবতেই হবে৷ আমার মনে হচ্ছে আমার শরীরে ক্ষয় হচ্ছে, আজ হাঁটুতে ব্যাথা করছিল, আমি বলছি না এটা আমার হারের কারণ,আমি এটা বলছি বয়স বাড়ার জন্য চোট সারতে অনেক সময় নিচ্ছে৷ ’’

advertisement

আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ১৯ জানুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

ডাবলসের প্রাক্তন এক নম্বর নিজের বর্ণময় কেরিয়ারে ৬ টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন৷ সানিয়া মির্জা (Sania Mirza Retirement) জানিয়েছেন এই মরশুমের শেষ অবধি তিনি খেলতে চান, তারপর এটা চালিয়ে যাওয়া শক্ত মনে হচ্ছে৷

advertisement

সানিয়া মির্জা আরও বলেছেন, ‘‘আমাকে রোজ নামার মোটিভেশন ফেরত পেতে হবে৷ আগের মতো এনার্জি নেই, আর করতে ইচ্ছে করছে না আগের চেয়ে সেই দিনের সংখ্যা অনেক বেড়েছে৷ আমি আগেও বলেছিলাম আমি ততদিন খেলব যতদিন এটাকে চুটিয়ে উপভোগ করতে পারব৷ আর এখন এটা আমি সেভাবে উপভোগ করছি না৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিজের অবসর নিয়ে সানিয়া মির্জা আরও বলেছেন, ‘‘এই মরশুমটা খেলবে এটা বলার অর্থ আমি সেই টুকু উপভোগ করছি যাতে এই বছরটা খেলতে পারি৷ আমি প্রত্যাবর্তন করতে প্রচুর পরিশ্রম করেছি, আমার ওজন কম করেছি, মায়েদের জন্য ভাল উদাহরণ তৈরি করেছি৷ নতুন মায়েরা যাতে নিজেদের স্বপ্ন বজায় রাখতে পারে যতটা সম্ভব৷ এরপর আর আমার শরীর দিচ্ছে না৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sania Mirza Retierment: ‘‘শরীর আর দিচ্ছে না, এই বছরের পর আর খেলব না’’ অবসর নিতে চান সানিয়া মির্জা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল