TRENDING:

টেনশন ফ্রি হতে বিরাটদের পুল সেশন !

Last Updated:

কঠিন সিরিজের আগে একটু চাপমুক্ত হওয়াটাই এখন লক্ষ্য কোহলি অ্যান্ড কোম্পানির ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যান্টিগা :  সাত-আট, এমনকী ন’য়ের দশকেও ওয়েস্ট ইন্ডিজ সফর মানেই বিদেশি টিমগুলোর জন্য ত্রাস ৷ কারণ বিধ্বংসী ক্যারিবিয়ান পেসারদের সামলানোর পর বিশ্বসেরা ব্যাটসম্যানদের প্রহার সহ্য করাটাও যথেষ্ট সমস্যার ছিল ভিসিটার্স টিমের জন্য ৷ কিন্তু ন’য়ের দশক থেকেই চিত্রটা অনেকটাই বদলাতে শুরু করে ৷ বার্বেডোজ বা জামাইকার পিচও এখন আর আগের মতো ভয়ানক নেই ৷ তাই ওয়েস্ট ইন্ডিজ টিমকে নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই ৷ কিন্তু সম্প্রতি চিত্রটা আবার বদলেছে ৷ টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফের নিজেদের হারানো গৌরব কিছুটা হলেও পুনরুদ্ধার করতে সফল হয়েছেন ক্যারিবিয়ানরা ৷ আসন্ন ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরও তাই বিরাটদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ৷
advertisement

কঠিন সিরিজের আগে একটু চাপমুক্ত হওয়াটাই এখন লক্ষ্য কোহলি অ্যান্ড কোম্পানির । কঠোর পরিশ্রমের মাঝে একটু হারিয়ে যাওয়া। ক্যারিবিয়ান সফরে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা ফিটনেস নিয়ে যথেষ্ট খাটছেন ৷ কিন্তু কঠোর পরিশ্রমের মাঝেই সফরের পুরো মজা নিচ্ছেন ভারতীয় দল। কোচ অনিল কুম্বলের পরিকল্পনায় ভারতীয় দলের ক্রিকেটাররা ওয়াটার স্পোর্টসে মাতলেন। এতে টিম স্পিরিট বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক কসরতও হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷

advertisement

প্রথম টেস্ট-২১ জুলাই, সোমবার থেকে শুরু, সন্ধ্যা ৭.৩০টা,অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট-৩০ জুলাই, শনিবার থেকে শুরু, রাত ৮.৩০টা, সাবাইনা পার্ক

তৃতীয় টেস্ট-৯ অগাস্ট, মঙ্গলবার থেকে শুরু, সন্ধ্যা ৭.৩০টা, গ্রস এসেলট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চতুর্থ টেস্ট-১৮ অগাস্ট, বৃহস্পতিবার থেকে শুরু, পোর্ট অফ স্পেন

বাংলা খবর/ খবর/খেলা/
টেনশন ফ্রি হতে বিরাটদের পুল সেশন !