নিউজিল্যান্ড - ৩
সাডেন ডেথে ৫-৪ হার ভারতের
#ভুবনেশ্বর: বিশ্বকাপ হকিতে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ছিল ভারতের। তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হার্দিক সিং হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে রাজকুমার পালকে। রবিবার ক্রসওভার স্টেজের গুরুত্বপূর্ণ ম্যাচে হার্দিকের অভাব মেটাতে ভারত তাকিয়েছিল মনদীপ সিং ও আকাশদীপের সিংয়ের দিকে।
advertisement
র্যাঙ্কিয়ে ভারতের অবস্থান ছয় নম্বরে। সেখানে নিউজিল্যান্ডের র্যাঙ্কিং ১২। গত অক্টোবর-নভেম্বরে প্রো লিগে কিউয়িদের দু’বারই হারায় ভারত। এদিন অবশ্য কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ১৫ মিনিটে পুরোপুরি আক্রমণাত্মক হয়নি ভারতীয় দল। নিজেদের ডিফেন্স শক্ত রেখে আক্রমণ করছিল তারা। সার্কেল পেনিট্রেশন এবং পেনাল্টি কর্নার আদায়ের ক্ষেত্রে এগিয়েছিল ভারত।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। শামসের সিং পাস বাড়ালে গোল করতে ভুল করেননি ললিত উপাধ্যায়। এর ১ মিনিট পর নীলকান্ত শর্মা ব্যবধান বাড়ালেও ব্যাক স্টিক হওয়ার কারণে সেই গোল বাতিল হয় ভারতের। তবে আবার তিন মিনিট পর ভারতকে ২-০ এগিয়ে যান সুখজিত। হরমনের পেনাল্টি কর্নার থেকে বল ফিরে এলে, সেই বল জালে পাঠাতে ভুল করেনি তিনি।
কিন্তু দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে নিউজিল্যান্ডের হয়ে ব্যবধান কমিয়ে আনেন স্যাম লেন। সাইমন চাইল্ডর পাস ধরে গোল করেন তিনি। তৃতীয় কোয়াটারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার। কিন্তু যেখানে নিউজিল্যান্ডকে বিরত রাখার জন্য নিজেদের মধ্যে বল ধরে রাখা জরুরি ছিল, সেখানে আবার বলের দখল হারায় ভারত।
এবার গোল করে যান নিউজিল্যান্ডের রাসেল। প্রতি মুহূর্তে চাপ বাড়ছিল ভারতের। সবচেয়ে বড় ব্যাপার হার্দিক সিং না থাকার অভাবটা বোঝা যাচ্ছিল বারবার। চতুর্থ কোয়ার্টারে শন ফিন্ডলে ৩-৩ করে দিলেন। ভারতীয় ডিফেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়ল। জঘন্য হকি খেলল ভারত চতুর্থ কোয়ার্টারে। পুরোটাই নিয়ন্ত্রণ করল নিউজিল্যান্ড।
কৃষাণ পাঠক ভারতের গোলে অসাধারণ না হয় উঠলে নির্ধারিত সময়ে সূচক গোল করে ফেলতে পারত ব্ল্যাক স্টিকরা। খেলা চলে গেল শুট আউটে। হরমন গোল করেন। গোল করলেন রাজকুমার। মিস করলেন অভিষেক। মিস করলেন শমসের। তবে এরপর গোল করলেন সুখজিত। তবে শ্রীজেশ শেষ মুহূর্তে দুটি সেভ করে খেলা সাডেনডেতে নিয়ে গেলেন। হরমোন মিস করলেন। শ্রীজেশ চোট পাওয়ার কারণে পাঠক এলেন। কিন্তু শেষ পর্যন্ত ভারত হেরে গেল ৪-৫ গোলে। বিশ্বকাপ শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার।