TRENDING:

ভারতীয় হকির জোরদার ডিফেন্সে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কোচ রিড

Last Updated:

Indian hockey team has best defensive display against Spain after Tokyo says coach Graham Reid. ভারতীয় হকির জোরদার ডিফেন্সে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কোচ রিড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: ভারতীয় হকি দলের খেলায় গোল করার লোকের অভাব ছিল না আগেও। নেই এখনও। কিন্তু অভাব আছে ভাল ডিফেন্ডারের। ঘরের মাঠে বিশ্বকাপ। ওড়িশায় ভারতীয় হকি দলের সমর্থনের অভাব হবে না জানা ছিল। স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার আগে শেষ দশটা ম্যাচে ৪৪ গোল হজম করেছিল ভারতীয় দল। সেই দলের বেশ কিছু খেলোয়াড় রয়েছে এখনও।
স্পেন অতীত, হকি বিশ্বকাপে ভারতের পরের চ্যালেঞ্জ ইংল্যান্ড
স্পেন অতীত, হকি বিশ্বকাপে ভারতের পরের চ্যালেঞ্জ ইংল্যান্ড
advertisement

অধিনায়ক হরমন, অমিত রহীদাস, বরুণ কুমার এবং সুরেন্দ্র ভারতীয় ডিফেন্সকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। ভারতের বিরাট চিন্তা ছিল গোলরক্ষক পজিশনে কিংবদন্তি শ্রীজেশের পর কে জায়গা নেবেন? তরুণ গোলরক্ষক পাঠক নিজেকে প্রমাণ করেছেন। স্পেনের বিরুদ্ধে ভারত যে গোল না খেয়ে ম্যাচ শেষ করতে পেরেছে, তার অনেকটা কৃতিত্ব কৃষাণ পাঠকের।

আরও পড়ুন - বিশ্বকাপে কিপারের ভূমিকাতেও নজর কাড়তে পারি ! চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কেএল রাহুল

advertisement

দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়েছেন তিনি। কোচ গ্রাহাম রিড জানিয়েছেন টোকিও অলিম্পিকের পর স্পেনের বিরুদ্ধে শেষ দুটো কোয়ার্টারে ভারতীয় ডিফেন্স যে প্রদর্শন করেছে, সেটাই সেরা। এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যে খারাপ খেলেছে। প্রত্যেকের নিজের ক্ষমতার তুলনায় বেশি পরিশ্রম করেছে। তাই স্পেনকে গোল করা থেকে বিরত রাখা সম্ভব হয়েছে।

ভারতের অস্ট্রেলিয়ান কোচ মনে করেন ডিফেন্স শক্ত থাকলে টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা বেড়ে যায়। ভারতীয় হকি খেলোয়াড়দের রক্তে আক্রমণাত্মক ছন্দ রয়েছে। চিরকালের দুর্বল জায়গার ছিল ডিফেন্স। সেটাই উন্নতি করছে। আক্রমণে ললিত, আকাশ, মনদীপ, অভিষেক যথেষ্ট দক্ষ। খেলা তৈরি করার ক্ষেত্রে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন হার্দিক।

advertisement

আর মনপ্রীতের অভিজ্ঞতা নিয়ে কিছু বলার নেই। ভারতের ম্যাচ একদিন বাদে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড প্রথম ম্যাচে ওয়েলসকে ৫-০ হারিয়েছে। তাই ভারতকে ইংলিশদের মোকাবিলা করার আগে যথেষ্ট সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্পেনের বিরুদ্ধে যে পরিমাণ পেনাল্টি কর্নার আদায় করেছিল ভারত, সেই তুলনায় গোল করতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে একই ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য থাকবে রিদের ছেলেদের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় হকির জোরদার ডিফেন্সে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কোচ রিড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল