TRENDING:

Indian Hockey Team: হকিতে পরপর দুবার ব্রোঞ্জ জয়, ভারতের ঝুলিতে এল চতুর্থ পদক

Last Updated:

Indian Hockey Team: পরপর দুবার অলিম্পিক্সে পদক জয় ভারতীয় হকি দলের। টোকিওর পর প্যারিসেও ব্রোঞ্জ জিতল হরমনপ্রীতরা। সেমিফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ঘুড়ে দাঁড়াল হকি টিম ইন্ডিয়া। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারাল ভারতীয় দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যারিস: পরপর দুবার অলিম্পিক্সে পদক জয় ভারতীয় হকি দলের। টোকিওর পর প্যারিসেও ব্রোঞ্জ জিতল হরমনপ্রীতরা। সেমিফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ঘুড়ে দাঁড়াল হকি টিম ইন্ডিয়া। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারাল ভারতীয় দল। ম্যাচে জোড়া গোল করে নায়ক হরমনপ্রীত সিং। প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এল চতুর্থ পদক।
advertisement

এদিন ম্যাচের শুরু থেকেই টানটান ম্যাচ চলে ভারত ও স্পেনের। প্রথম কোয়ার্টারে বেশ কিছু আক্রমণ করলেও দোলের মুখ খুলতে পারেনি কোনও দল। দ্বিতীয় কোয়ার্টারের গোল হজম করে ভারত। গোল খাওয়ার পর শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে টিম ইন্ডিয়া। আক্রমণের মাত্রা আদের থেকে অনেক বাড়ায়। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে ভারতীয় দল কামব্যাক করে। গোল করে ম্যাচে সমতা ফেরালেন হরমনপ্রীত সিং।

advertisement

আরও পড়ুনঃ কেকেআর কাদের রিটেন করবে এবার? ৪টে নাম পাকা, বাকি একটা নামে বড় চমক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তৃতীয় কোয়ার্টার শুরু হতেই এগিয়ে গেল ভারত। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। অধিনায়কের গোলে ব্রোঞ্জের দোরগোড়ায় মেন ইন ব্লু। শেষ কয়েক মুহূর্তে গোল শোধ করার মরিয়া চেষ্টা করে স্পেন। তবে ভারতের জমাটি রক্ষণ ভাঙতে পারেনি। বেশ কিছু অনবদ্য সেভ করেন শ্রীজেশ। শেষ পর্যন্ত ১ গোলের লিড ধরে রাখে টিম ইন্ডিয়া। ২-১ গোলে ম্যাচ ও ব্রোঞ্জ জেতে ভারতীয় হকি দল। ম্যাচের শেষ বাঁশি বাজতেই সেলিব্রেশনে মাতে হরমনপ্রীতরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Indian Hockey Team: হকিতে পরপর দুবার ব্রোঞ্জ জয়, ভারতের ঝুলিতে এল চতুর্থ পদক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল