এদিন ম্যাচের শুরু থেকেই টানটান ম্যাচ চলে ভারত ও স্পেনের। প্রথম কোয়ার্টারে বেশ কিছু আক্রমণ করলেও দোলের মুখ খুলতে পারেনি কোনও দল। দ্বিতীয় কোয়ার্টারের গোল হজম করে ভারত। গোল খাওয়ার পর শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে টিম ইন্ডিয়া। আক্রমণের মাত্রা আদের থেকে অনেক বাড়ায়। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে ভারতীয় দল কামব্যাক করে। গোল করে ম্যাচে সমতা ফেরালেন হরমনপ্রীত সিং।
advertisement
আরও পড়ুনঃ কেকেআর কাদের রিটেন করবে এবার? ৪টে নাম পাকা, বাকি একটা নামে বড় চমক
তৃতীয় কোয়ার্টার শুরু হতেই এগিয়ে গেল ভারত। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। অধিনায়কের গোলে ব্রোঞ্জের দোরগোড়ায় মেন ইন ব্লু। শেষ কয়েক মুহূর্তে গোল শোধ করার মরিয়া চেষ্টা করে স্পেন। তবে ভারতের জমাটি রক্ষণ ভাঙতে পারেনি। বেশ কিছু অনবদ্য সেভ করেন শ্রীজেশ। শেষ পর্যন্ত ১ গোলের লিড ধরে রাখে টিম ইন্ডিয়া। ২-১ গোলে ম্যাচ ও ব্রোঞ্জ জেতে ভারতীয় হকি দল। ম্যাচের শেষ বাঁশি বাজতেই সেলিব্রেশনে মাতে হরমনপ্রীতরা।