স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ভারতীয় দলটার ফিল্ডিং বিশ্বের প্রথম পাঁচটা দলের মধ্যে নয়। সরাসরি ফিল্ডিং কোচ টি দিলীপকে নিয়ে আক্রমণ না করলেও রবি বুঝিয়ে দিয়েছেন এই জঘন্য ফিল্ডিং কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ডোবাবে। তিনটে ক্যাচ ফেলেছে ভারত। কে এল রাহুল, অক্ষর প্যাটেল খুব খারাপ এবং দৃষ্টিকটু ফিল্ডিং করেছেন।
রবি শাস্ত্রী মনে করেন এর দাম দিতে হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে। বাজে ফিল্ডিং করা মানে প্রতি ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে অতিরিক্ত রান করতে হবে। সেটা রোজ সম্ভব নয়। আধুনিক ক্রিকেটে যখন ফিল্ডিং ম্যাচ জেতার অন্যতম চাবিকাঠি, সেখানে ভারত অনেকটাই পিছিয়ে আছে। এশিয়া কাপেও একই ছবি ধরা পড়েছিল। কোচ রাহুল দ্রাবিড় কেন দিলীপের সঙ্গে এই নিয়ে কথা বলছেন না সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন সমর্থকরা।
advertisement
এছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রবীন্দ্র জাদেজার না থাকা ভারতের পক্ষে বিশাল ক্ষতি। অন্যতম সেরা ফিল্ডার জাদেজা মাঠে থাকলে একাই ১৫-২০ রান বাঁচিয়ে দেন। সেটা এবার হবে না। তাকে পরিবর্ত করা অক্ষর প্যাটেল ফিল্ডার হিসেবে জাদেজার অর্ধেকও নন।
তাই সিঁদুরের মেঘ দেখতে পাচ্ছেন ভারতীয় সমর্থকরা। দ্রুত বোলিং এবং ফিল্ডিং উন্নত করতে না পারলে অস্ট্রেলিয়ায় আবার ব্যর্থ হয়ে ফিরতে হবে মেন ইন ব্লু দের।