TRENDING:

বাংলাদেশ থেকে ফেরার পথে খোয়া গেল সিরাজের ব্যাগ! গুরুত্বপূর্ণ নথি হারিয়ে চিন্তায় পেসার

Last Updated:

Indian fast bowler Mohammad Siraj bag lost while returning from Bangladesh with important documents. বাংলাদেশ থেকে ফেরার পথে খোয়া গেল সিরাজের ব্যাগ! গুরুত্বপূর্ণ নথি হারিয়ে চিন্তায় পেসার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দিল্লি হয়ে মুম্বই ফিরছিলেন মহম্মদ সিরাজ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে গত ২৬ ডিসেম্বর দেশের উদ্দেশ্য রওনা হয় ভারতের ক্রিকেট দল। দলের সঙ্গে দেশে ফিরেছেন পেসার মোহাম্মদ সিরাজও। আর এতে ঘটল একটি দুঃখজনক ঘটনা! টেস্ট সিরিজ জিতে বাড়ি ফেরার পথে ব্যাগ হারায় ভারতীয় ক্রিকেটারের। সামাজিক যোগযোগ মাধ্যমে টুইট করে বিষয়টি নিজেই জানিয়েছেন এই পেসার।
বিমান সংস্থার ওপর রেগে কাই সিরাজ
বিমান সংস্থার ওপর রেগে কাই সিরাজ
advertisement

নির্ধারিত সময়ের একদিন আগে ২৫ ডিসেম্বর শেষ হয় বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। পরের দিনই বিমানসংস্থা ভিস্তারার বিমানে করে দেশে ফেরে ভারতীয় দল। যাওয়ার সময় তিনটি ব্যাগ নিয়ে রওনা হলেও একটি ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সিরাজ।

টুইট করে বিমান সংস্থার উদ্দেশে লেখেন, খুব দরকারি জিনিস রয়েছে ওই ব্যাগটিতে। খুব তাড়াতাড়ি ওই ব্যাগটি হায়দরাবাদে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। তবে দায়িত্ব এড়িয়ে না গিয়ে সিরাজের টুইটের উত্তর দিয়েছে বিমান সংস্থা। টুইটে তারা জানায়, আমরা দুঃখিত সিরাজ। আমাদের কর্মীরা চেষ্টা করছেন আপনার ব্যাগটি খুঁজে বের করতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

যত দ্রুত সম্ভব আপনাকে ব্যাগ ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দয়া করে আপনার ফোন নম্বর আমাদের ব্যক্তিগত ভাবে মেসেজে করুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। ব্যাগ হারানোর দুইদিন পর আজ অবশ্য পাওয়া গেছে সিরাজের ব্যাগ। বুধবার টুটারে নিজেই সে তথ্য জানিয়েছেন সিরাজ। আসলে সিরাজের ওই ব্যাগ টাকার থেকেও গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল। সেগুলোর জন্যই চিন্তায় পড়েছিলেন ভারতীয় পেস বোলার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বাংলাদেশ থেকে ফেরার পথে খোয়া গেল সিরাজের ব্যাগ! গুরুত্বপূর্ণ নথি হারিয়ে চিন্তায় পেসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল