TRENDING:

অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টে শীর্ষস্থানে ভারত, তিন ফরম্যাটেই সেরা রোহিতরা

Last Updated:

Indian cricket team secures number 1 position in test cricket and all formats. অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টে শীর্ষস্থানে ভারত, তিন ফরম্যাটেই সেরা রোহিতরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লি টেস্টের আগে ভারতের কাছে বড় উপহার এল। আইসিসির প্রকাশিত তালিকায় টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংস এবং ১৩৩ রানে জয়ের পর ভারতের পয়েন্ট ১১৫। শুধু টেস্ট ক্রিকেট নয়, তিন ফরম্যাটেই শীর্ষস্থান দখল করেছে ভারত। ১১১ পেয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া।
টেস্ট সহ ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষস্থানে ভারত
টেস্ট সহ ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষস্থানে ভারত
advertisement

১০৬ পেয়ে তিন নম্বরে ইংল্যান্ড। ভারত অবশ্য শীর্ষস্থান দখল করেও নিজেদের ফোকাস হারাতে রাজি নন। ভারতীয় স্পিনাররা প্রথম দিন থেকেই ছড়ি ঘোরান নাগপুরের বাইশ গজে। ভারত তিন দিনেই প্রথম টেস্ট জিতে নেয়। দিল্লির দ্বিতীয় টেস্টের আগে ফের আগ্রহের কেন্দ্রে কোটলার পিচ। যদিও মূল পিচের তো দূরের কথা, বরং দিল্লির প্র্যাক্টিস পিচের মুখ দেখাও দুষ্কর ছিল ম্যাচের দিন তিনেক আগে।

advertisement

advertisement

দিল্লির পিচকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে ডিডিসিএ-র তরফে। তবে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় বাইশগজ নিয়ে ধোঁয়াশায় থাকতে রাজি নন। কোনও ঝুঁকি না নিয়ে তিনি আগেভাগে হাজির হন অরুণ জেটলি স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক খেলবেন দিল্লিতে। তবে ঘূর্ণি উইকেটে তিনি কতটা ভারতীয় ব্যাটিংকে চ্যালেঞ্জ জানাতে পারবেন সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে অস্ট্রেলিয়ার টড মারফি নাগপুরে নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন সাত উইকেট নিয়ে। নাথান লায়ন অবশ্য সেভাবে সফল হননি। ভারতের পক্ষ থেকে রবি অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার অবস্থা খারাপ করে দিয়েছিলেন। দিল্লিতে নাগপুর টেস্টের রিপিট টেলিকাস্ট নাকি অস্ট্রেলিয়ার কামব্যাক কোনটা ঘটে, সেটাই দেখার। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য জানিয়ে দিয়েছেন বিনা লড়াইয়ে দিল্লিতে হারবে না তারা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টে শীর্ষস্থানে ভারত, তিন ফরম্যাটেই সেরা রোহিতরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল