TRENDING:

২২ বছর পর কলম্বোয় ইতিহাস সৃষ্টি কোহলিদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ৩১২ ও ২৭৪
advertisement

শ্রীলঙ্কা: ২০১ ও ২৬৮

১১৭ রানে জয়ী ভারত৷

ম্যান অফ দ্য ম্যাচ- চেতেশ্বর পূজারা

ম্যান  অফ দ্য সিরিজ: রবীচন্দ্রন অশ্বিন

#কলম্বো:  চতুর্থ দিনের শেষে চান্দিমাল-সহ তিন লঙ্কা ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানে ফেরত পাঠানোর পরেই মোটামুটি ম্যাচের ফলাফল কী হতে চলেছে, তার একটা আভাস পাওয়া গিয়েছিল৷ মঙ্গলবার টেস্টের শেষ দিনে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ (১১০) এবং কুশল পেরেরার (৭০) দুরন্ত লড়াইও কোহলিদের ইতিহাস সৃষ্টিতে কোনও বাধা ফেলতে পারল না৷ ১১৭ রানে ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিল ভারত৷ সেইসঙ্গে ২২ বছর পর শ্রীলঙ্কার মাঠে এবং চার বছর পর বিদেশে ফের টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন ভারতীয়রা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জয়ের গন্ধ নিয়েই পঞ্চম দিন মাঠে নেমেছিলেন ভারতীয়রা৷  কিন্তু একটা চিন্তা থেকেই গিয়েছিল, সেটা ছিল কলম্বোর আবহাওয়া ৷ বৃষ্টির পূর্বাভাসও ছিল৷ কিন্তু সিংহলিজ স্পোর্টস ক্লাবে অতীতে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষদিন তিনশোর বেশি রান তাড়া করে জিতলেও এদিন সেটা করতে ব্যর্থ ম্যাথিউজরা৷ তবে ভারতীয় বিরাটদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল ম্যাথইউজ-পেরেরা পার্টনারশিপ৷ চা বিরতি পর্যন্ত লড়াই চালানোর পর অবশেষে ভাঙন ধরে লঙ্কা ইনিংসের৷ ৬৯ রান দিয়ে চার উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কার লেজকে ছেঁটে ফেলেন সিরিজে ভারতের  সফল বোলার এবং ম্যান অফ দ্য সিরিজ রবীচন্দ্রন অশ্বিন৷ ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্যও এই সফর ছিল বড় পরীক্ষা৷ কারণ অধিনায়ক হওয়ার পর প্রথম তিন টেস্টের পূর্ণাঙ্গ সিরিজেই বাজিমাত করল তিনি এবং তাঁর দল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
২২ বছর পর কলম্বোয় ইতিহাস সৃষ্টি কোহলিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল