TRENDING:

বিরাট ম্যাজিকে মোহালিতে ক্যাঙারু বধ ! সেমিফাইনালে ভারত

Last Updated:

অস্ট্রেলিয়া- ১৬০/৬ (২০ ওভার) ভারত- ১৬১/৪ (১৯.১ ওভার ) ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়া- ১৬০/৬ (২০ ওভার)
advertisement

ভারত-  ১৬১/৪ (১৯.১ ওভার )

৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী ভারত 

#মোহালি: রবিবারের ম্যাচ দেখার পর এখন গোটা দেশে একটাই স্লোগান, ‘‘ প্লিজ তেন্ডুলকর মেনে নিন কোহলিই ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান ৷’’ সোশ্যাল মিডিয়া এখন ভারতের টেস্ট অধিনায়কের দখলেই ৷ এরকম সাংঘাতিক সব পোস্টে এখন ছয়লাপ ফেসবুক ও ট্যুইটার ৷ আর সেটা হবেই বা না কেন ৷ মোহালিতে ব্যাট হাতে যে ম্যাজিক দেখালেন দিল্লির ছেলে, তাতে কোনও প্রশংসাই তাঁর জন্য এখন যথেষ্ট নয় ৷ প্রায় হারা ম্যাচ দুর্দান্তভাবে দেশকে জিতিয়ে মাঠ ছাড়লেন কোহলি ৷ তাঁর ৫১ বলে ৮২ রানের ইনিংসে এখন মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব ৷ ৬ উইকেটে ম্যাচ জিতে আগামী ৩১ মার্চ মুম্বইয়ের সেমিফাইনালের টিকিট এদিন জোগাড় করে নিলেন ধোনিরা ৷ সেখানে তাঁদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ৷ যারা এদিনই আফগানিস্তানের কাছে হেরে আবার চরম বেকায়দায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুর থেকেই দুরন্ত গতিতে রান তুলতে থাকেন স্মিথরা ৷ মাঝের ওভারগুলোতে ভারতীয় স্পিনাররা ক্যাঙারুদের রান কিছুটা আটকাতে না পারলে অনায়াসে ১৮০ রান অন্তত স্কোরবোর্ডে তুলেই নিত অজিরা ৷ কিন্তু এই ২০ রানের ঘাটতি যে তাঁদের শেষপর্যন্ত কাঁদিয়ে ছাড়বে তা হয়তো কল্পনাও করতে পারেননি ওয়াটসনরা ৷ অন্তত রোহিত, ধাওয়ান, রায়নারা দ্রুত প্যাভিলিয়ানে ফিরে যাওয়ার পর ভারতের হার অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল ৷ আস্কিং রেটও একসময় ১২-র উপরে উঠে গিয়েছিল ৷ মাঝের ওভারে যুবরাজ (২১) ভালো শুরু করেও বেশিদূর এগোতে পারেননি ৷ কিন্তু ক্রিজে যে তখনও ছিলেন ভারতের দুই ম্যাচ উইনার বিরাট এবং অধিনায়ক ধোনি ৷ সেকারণে তখনও জয়ের আশা ছাড়েননি ভারতীয় সমর্থকরা ৷ শেষপর্যন্ত তাঁদের হতাশ করেননি দু’জনেই ৷ প্রায় একার হাতেই ম্যাচ বের করে নেন কোহলি ৷ ফকনারের একটা ওভারেই বিপক্ষকে কুপোকাৎ করেন তিনি ৷ শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র চার রান ৷ মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের ফিনিশিং টাচটা দিতে সমস্যা হয়নি মাহির ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট ম্যাজিকে মোহালিতে ক্যাঙারু বধ ! সেমিফাইনালে ভারত