বোলার হিসেবে অল্প সময়ে খ্যাতি অর্জন করলেও ফিল্ডার হিসেবে খুব একটা সুখ্যাতি নেই সিরাজের। একাধিকবার সহজ ক্যাচও মিস করেছেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার বলে জার্মাইন ব্ল্যাকউডের ক্যাচ বাজপাখির মত ধরলেন সিরাজ। ইনিংসের ২৭.৬ ওভারে জাদেজার বল লং-অফে তুলে মারেন ব্ল্যাকউড। মিড অফ থেকে নিজের ডানদিকে দৌড়ে শূন্য লাফিয়ে ওঠেন সিরাজ। ৯ ফুট উচ্চতায় লাফিয়ে বাজপাখির মত শরীর ছুড়ে দিয়ে ক্যাচ তালুবন্দি করেন সিরাজ। যা সকলকে অবাক করে। সেই ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।
advertisement
আরও পড়ুনঃ Ravichandran Ashwin: ৫ উইকেটের সঙ্গে ৬ রেকর্ড অশ্বিনের ঝুলিতে, দলে ফিরে পারফরম্যান্সেই দিলেন জবাব
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই দুরন্ত পারফরম্যান্স ভারতীয় দলের। ম্যাচের রাশও একদিনেই নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনের ভেলকিতে তাসের ঘরের মতে ধসে যায় ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন। মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় গোটা দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের শুরুটাও ভাল করেছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের নতুন ওপেনিং জুটি। প্রথম দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮০।