ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। চতুর্থ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল শেষ ম্যাচে রান পাননি। এদিন ভারতীয় ইনিংসে ব্যাটিংয়ে একমাত্র উজ্জ্বল সূর্যকুমার যাদব। মাঝে তিলক বর্মার সঙ্গে ৪৯ রানের পার্টনারশিপ ও পরে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৪৩ রানের পার্টনারশিপ ছাড়া উল্লেখযোগ্যভবে বলার কিছু নেই। এই পার্টনারশিপেরও মূল কারিগর সূর্যকুমার যাদব। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও একদিক থেকে ইনিংস এগিয়ে নিয়ে যান সূর্য। নিজের অর্ধশতরানও করেন। ৬১ রানের ইনিংস খেলেন তিনি।
advertisement
সূর্যকুমার যাদব ছাড়া ভারতীয় দলে এদি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেন তিলক বর্মা। যিনি গোটা সিরিজে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে ধারাবাহিকতা দেখিয়েছেন। পঞ্চম ম্যাচে ২৭ রান করেন তিনি। ছাড়া শেষ মরণ-বাঁচন ম্যাচে কোনও ভারতীয় ব্যাটার ২০ রানের গণ্ডি পার করতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করেই এই লড়াই করাল মত রান টুকু করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রোমারিও শেফার্ড।
১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে কাইল মেয়ার্সের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারপর ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ের কোনও জবাব ছিল না ভারতীয় বোলারদের সামনে। ১৬৫ রান ডিফেন্ড করতে হলে যে ধরনের বোলিং পারফরম্যান্স দরকার তার শিকি ভাগও দেখা যায়নি। ১০৭ রানের ঝোড়ো পার্টনারশিপ করে ভারতের সিরিজ জয়ের স্বপ্ন জল ঢেলে দেন এই দুই ক্যারিবিয়ান ব্যাটার। নিজের অর্ধশতরান পূরণ করেন ব্র্যান্ডন কিং।
আরও পড়ুনঃ Knowledge Story: শুধু এমএস ধোনি নয়, ৭ নম্বর জার্সি পরে খেলেছেন আরও এক ভারতীয় তারকা, বলুন তো কে
দলের ১১৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজের। ৪৭ রান করে আউট হন নিকোলাস পুরান। এরপর ক্রিজে আসেন সাই হোপ। ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে জুটি বেধে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। ১৮ তম ওভারে ২ উইকেট হারিয়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন ব্র্যান্ডন কিং। ২২ রানে অপরাজিত থাকেন সাই হোপ। ভারতের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ হারের পর টি-২০ সিরিজে জয় ওয়েস্ট ইন্ডিজের ক্ষতে অনেকটাই প্রলেপ পড়ল। অপরদিকে, সিনিয়র ক্রিকেটারদের ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হেরে মাথা হেট করল হার্দিকের তরুণ দল।