ওয়েস্ট ইন্ডিজ: ১৫৩ (৩৬.২ ওভার)
২২৪ রানে জয়ী ভারত ৷ সিরিজ ২-১-এ এগিয়ে কোহলিরা
#মুম্বই: বহুদিন পর ব্রেবোর্ন স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের আসর বসেছিল ৷ মুম্বইয়ের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে একটা একপেশে ম্যাচেরই সাক্ষী থাকলেন দর্শকরা ৷ ব্যাটে-বলে সবেতেই ধরাশায়ী ক্যারিবিয়ানরা ৷ ৩৭৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫৩ রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ ৷ ২২৪ রানে বিরাট জয় কোহলি ব্রিগেডের ৷
advertisement
টাই এবং গত ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজকে বাড়তি গুরুত্ব দিতেই হচ্ছিল ৷ এদিন হোল্ডারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল কোহলি অ্যান্ড কোম্পানি ৷ সিরিজে বিরাটের সেঞ্চুরির হ্যাটট্রিকের পর এদিন ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত শর্মা (১৬২) এবং আম্বাতি রায়াডু (১০০) ৷ দু’জনের জোড়া শতরানের সুবাদে প্রথমে ব্যাট করে ৩৭৭ রান তোলে ভারত ৷ এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ ৷ মাত্র ৩৬.২ ওভারই স্থায়ী হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ অধিনায়ক জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ ছাড়া আর বলার মতো রান পাননি কেউই ৷ ভারতীয় বোলারদের মধ্যে খলিল আহমেদ ১৩ রান দিয়ে ৩ উইকেট এবং কুলদীপ যাদব ৪২ রানে ৩ উইকেট নেন ৷