TRENDING:

রোহিত-রায়াডুর জোড়া সেঞ্চুরি, বল হাতে খলিল-কুলদীপদের দাপট ! ব্রেবোর্নে বিরাট জয় ভারতের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ৩৭৭/৫ ( ৫০ ওভার)
advertisement

ওয়েস্ট ইন্ডিজ: ১৫৩ (৩৬.২ ওভার)

২২৪ রানে জয়ী ভারত ৷ সিরিজ ২-১-এ এগিয়ে কোহলিরা  

#মুম্বই: বহুদিন পর ব্রেবোর্ন স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের আসর বসেছিল ৷ মুম্বইয়ের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে  একটা একপেশে ম্যাচেরই সাক্ষী থাকলেন দর্শকরা ৷ ব্যাটে-বলে সবেতেই ধরাশায়ী ক্যারিবিয়ানরা ৷ ৩৭৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫৩ রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ ৷ ২২৪ রানে বিরাট জয় কোহলি ব্রিগেডের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

টাই এবং গত ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজকে বাড়তি গুরুত্ব দিতেই হচ্ছিল ৷ এদিন হোল্ডারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল কোহলি অ্যান্ড কোম্পানি ৷ সিরিজে বিরাটের সেঞ্চুরির হ্যাটট্রিকের পর এদিন ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত শর্মা (১৬২) এবং আম্বাতি রায়াডু (১০০) ৷ দু’জনের জোড়া শতরানের সুবাদে প্রথমে ব্যাট করে ৩৭৭ রান তোলে ভারত ৷ এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ ৷ মাত্র ৩৬.২ ওভারই স্থায়ী হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ অধিনায়ক জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ ছাড়া আর বলার মতো রান পাননি কেউই ৷ ভারতীয় বোলারদের মধ্যে খলিল আহমেদ ১৩ রান দিয়ে ৩ উইকেট এবং কুলদীপ যাদব ৪২ রানে ৩ উইকেট নেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত-রায়াডুর জোড়া সেঞ্চুরি, বল হাতে খলিল-কুলদীপদের দাপট ! ব্রেবোর্নে বিরাট জয় ভারতের