#ফ্লোরিডা: মার্কিন মুলুকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হয়েছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ৷ ফ্লোরিডায় শনিবার প্রথম টি টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা ৷ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানই স্কোরবোর্ডে তুললেন পোলার্ডরা ৷
advertisement
অভিষেকেই এদিন বল হাতে নজর কাড়লেন দিল্লির নবাগত পেসার নবদীপ সাইনি ৷ ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিতে সফল তিনি ৷ সাইনির ঝুলিতে পুরাণ, পোলার্ড এবং হেটমায়ারের উইকেট ৷ বাকি উইকেটগুলি নিজেদের মধ্যে ভাগাভাগি করেন নেন ভুবনেশ্বর (২টি) ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ৷ প্রত্যেকেই পান ১টি করে উইকেট ৷ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র বলার মতো রান কিয়েরন পোলার্ডের ৷ ৪৯ বলে ৪৯ রান করেন তিনি ৷