টি-২০ সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই জয় পেয়েছে ভারতীয় দল। তবে একদিনের সিরিজে দলে ফিরেছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামিরা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই একদিনের বিশ্বকাপের মহড়া শুরু করছে রাহুল দ্রাবিড়ের দল। ধারে-ভারে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে থাকলেও তরুণ শ্রীলঙ্কা দলকে যথেষ্ট সমীহ করছে টিম ইন্ডিয়া।
advertisement
টি-২০ সিরিজে দুরন্তে ফর্মে ছিলেন ছিলেন সূর্যকুমার যাদব। ছন্দে ছিলেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে শতরান এসেছিল বিরাট কোহলির ব্যাটেও। ঘরের মাঠে রানে ফেরার বিশয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মা, শুবমান গিল, শ্রেয়স আইয়ররা। বোলিং লাইনেও মহম্মদ শামির অভিজ্ঞতা, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিংদে তারুণ, চাহল-কুলদীপ-অক্ষরদের স্পিনের ছোঁবল ভরসা দিচ্ছে দলকে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআইতে নামার আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
অপরদিকে, টি-২০ সিরিজের হার থেকে শিক্ষা নিয়ে একদিনের সিরিজে ঘুড়ে দাঁডাতে মরিয়া শ্রীলঙ্কা। তবে প্রথম দুটি ম্যাচে যে লড়াকু ক্রিকেট খেলেছিল লঙ্কান লায়ন্সরা তা আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে দাসুন শানাকার দলের। ব্যাটিং লাইনে অধিনায়ক দাসুন শানাকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভারা দলকে যেমন ভরসা দিচ্ছেন, ঠিক তেমনই বোলিংয়ে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন দিলশান মাদুশঙ্কা, ওয়ানিন্দু হাসরঙ্গা, মাহশ থিকসানারা।
আরও পড়ুনঃ টি-২০ ক্রিকেট থেকে কী অবসর নেবেন রোহিত শর্মা, উত্তর দিলেন ভারত অধিনায়ক স্বয়ং
গুয়াহাটির বরসপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটারদের এবং বোলারদের সমানভাবে সাহায্য করে থাকে। পিচ তুলনামূলক একটু ধীর গতির হওয়ায় স্পিনাররা বেশি সাহায্য পাবেন। ৩০০-র বেশী স্কোর ওঠার সম্ভাবনা রয়েছে। দুই দলের ব্যাটিং-বোলি বিভাগের শক্তি-ভারসাম্য ও অভিজ্ঞতা বিচার করে প্রথম একদিনের ম্যাচে ভারতকেই ফেভারিট বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।