কারণ এই সিরিজে দলের বাইরে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলদের মত একাধিক সিনিয়র ক্রিকেটার। সেখানে তরুণ ভারতীয় দলে প্রতিটি পজিশনে খেলার জন্য একাধিক প্লেয়ার রয়েছে। বিশেষ করে ওপেনিং জুটি বাছাটা করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে দ্রাবিড়কে। কারণ ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী, শুবমান গিল একাধিক নাম রয়েছে। এছাড়া মিডিল অর্ডার, অলরাউন্ডার ও বোলিং বিভাগের অবস্থাও একই।
advertisement
এখনও পর্যন্ত যতদূর আভাস পাওয়া যাচ্ছে তাতে তাতে ভারতের হয়ে ইনিংসের শুরু করতে চলেছে ইশান কিশান ও রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ডাউনে সূর্যকুমার যাদবের জায়গা পাকা। চার নম্বরে আসবেন সঞ্জু স্যামসন। পাঁচে অধিনায়ক হার্দিক। এরপর ওলরাউন্ডার বিভাগে ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডার মধ্যে এক জন খেলবেন। অক্ষর প্যাটেলের জায়গা পাকা। লেগ স্পিনার হিসেবে খেলবেন যুজবেন্দ্র চাহল। দলের তিন পেসার হলেন হার্শাল প্যাটেল, অর্শদীপ সিং ও উমরান মালিক।
আরও পড়ুনঃ রঞ্জি ক্রিকেট নতুন ইতিহাস গড়লেন জয়দেব উনাদকাট, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন অনন্য রেকর্ড
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা / ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।