চোটের কারণে সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন দুই তারকা পেসার। প্রথম ম্যাচের আগে শ্রীলঙ্কা দলের তরফ থেকে জানানো হয়েছে চোটের কারণে তাদের দুই তারকা পেসার দিলশান মদুশঙ্কা ও মাথিসা পাথিরানা খেলতে পারবেন না। পুরো সিরিজ থেকেই ছিটকে গেল বলেও জানানো হয়েছে। ফিল্ডিং অনুশীলন করার সময় মদুশঙ্কার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। অন্য দিকে, পাথিরানার ডান কাঁধে চোট। ভারতের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট সারতে সময় লাগবে।
advertisement
পাথিরানা ও মদুশঙ্কার বদলে যে দুই ক্রিকেটাররে দলে নিয়েছে শ্রীলঙ্কা সেই নামেই রয়েছে এসল চমক। একজনের নাম ঈশান মালিঙ্গা এবং অপর জনের নাম মহম্মদ সিরাজ। একজনেরল নাম যেমন ভারতীয় পেসারের সঙ্গে হুবুহু মিলে যাচ্ছে । অপরজন আবার শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গা ও ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঈশান কিশানের নামের মিশ্রন।
আরও পড়ুনঃ India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা ওডিআই ম্যাচের আগে খারাপ খবর! চোটের কারণে সিরিজ থেকে বাদ ২ তারকা
প্রসঙ্গত, এমনিতেই ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল শ্রীলঙ্কাকে। একদিনের সিরিজ ছিল তাদের কাছে ঘুড়ে দাঁডানোর লড়াই। তার আগে দলের দুই তারকা পেসারের ছিটকে যাওয়া বড় ধাক্কা শ্রীলঙ্কার কাছে। তবে শ্রীলঙ্কার দুই তরুণ ক্রিকেটার ঈশান মালিঙ্গা এবং মহম্মদ সিরাজের কাছে বড় সুযোগ নিজেদের প্রমাণ করার।