প্রোটিয়া স্পিড-স্টার বলে দিলেন, “ওয়ান্ডারার্সের টেস্ট আমাদের কাছে আর একটা ম্যাচের মতোই। প্রতিটা ম্যাচ জিততেই মাঠে নামি। টেস্ট সিরিজ জিতে যাওয়াটাই মুখ্য উদ্দেশ্য ছিল না ৷ আমরা তিনটি ম্যাচই জিততে চাই। খেলতে নামলে কোনও ম্যাচই নিয়মরক্ষার হয় না ।”
টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশের পাশাপাশি আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ফিরে পাওয়াই যে দক্ষিণ আফ্রিকার প্রধান লক্ষ্য সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন ফিল্যান্ডার ৷ তিনি বলেন, “ তৃতীয় টেস্টে নামার আগে যতটা ভাল ভাবে তৈরি হওয়া যায়, সেই চেষ্টাই করছে গোটা দল। আমরা টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ফিরে পেতে মরিয়া। আর তাই প্রত্যেকটা টেস্টই জিততে চাই।”
advertisement
ওয়ান্ডারার্সের পিচ বরাবরই গতিশীল ৷ এবারও তার অন্যথা হচ্ছে না ৷ এখনও পর্যন্ত যা পিচের চরিত্র তাতে এই উইকেটে বল ঘোরার সম্ভাবনা কম ৷ কোহলিদের জন্য যে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
