ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টে হারের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন শেষ টেস্টে বিরাট কোহলি কি অধিনায়কত্ব করতে পারেন৷ তৃতীয় টেস্টে বিরাট কোহলির ফিটনেস (Virat Kohli's fitness) কি পুরো মাত্রায় ফিরবে৷ দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্ব করে কেএল রাহুল (KL Rahul) বলেছেন, বিরাট কোহলি (Virat Kohli) নেটে অনুশীলন শুরু করেছেন৷ আশা করা যায় সিরিজের নির্ণায়ক ম্যাচে কোহলি খেলবেন৷
advertisement
আরও দেখুন - Video: "আগামী ২৫ দিন খুব গুরুত্বপূর্ণ, সংক্রমণ বাড়লে আরও কড়া বিধিনিষেধ", কড়া বার্তা Mamata-র
রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোহলিকে ফিটনেস আপডেট (Virat Kohli's fitness)
অধিনায়ক কোহলি পিঠের ওপরের দিকে স্প্যাজমের কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারেননি৷ রাহুল বলেছেন কোহলি আগের থেকে ভালো অনুভব করেছেন৷ গত কয়েকদিনে নেটে অনুশীলন করছেন এবং দৌড় অনুশীলন করছেন৷ আমার মনে হয় উনি ঠিক হয়ে যাবেন৷
আরও দেখুন - Containment Zone E. M. Bypass-এর ধরে অভিজাত আবাসন, আবাসনের ৬টি বাসিন্দা Covid আক্রান্ত
ম্যাচের পর দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিরাট কোহলির ফিটনেস (Virat Kohli's fitness) নিয়ে আপডেট দিয়েছেন৷ তিনিও কেএল রাহুলের সুরেই বলেছেন কোহলিকে ফিট মনে হচ্ছে৷ নেটে তিনি অনুশীলন করছেন৷ দ্রাবিড় আরও বলেছেন এখনও তিনি ফিজিও-র সঙ্গে পুরো চর্চা করেননি৷ তিনি আরও ফিট হবেন, আগামী চারদিনে পরিস্থিতির আরও উন্নতি হবে৷ যদি কেপটাউনে ভারত বনাম দক্ষিণ (Ind vs SA) আফ্রিকা তৃতীয় টেস্টে বিরাট কোহলি খেলেন তাহলে হনুমা বিহারী বেঞ্চে ফিরবেন৷