TRENDING:

Virat Kohli's Fitness Update: মেগা গুরুত্বপূর্ণ IND vs SA তৃতীয় টেস্টে কি কোহলি খেলবেন, যা জানাল ক্যাম্প

Last Updated:

Virat Kohli's Fitness Update: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) চোটের কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেপটাউন:  কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে হেরে গেছে৷ এই হারের ফলে ৩ টেস্ট সিরিজ এই মুহূর্তে ১-১ রয়েছে৷ ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) চোটের কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি৷ এই অবস্থায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতি -র জন্য কেএল রাহু দ্বিতীয় টেস্টে ভারতের অধিনায়কত্ব করেন৷ আর তাঁর অধিনায়কত্বের টেস্ট ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারতে হয়েছে৷ এই অবস্থায় বড় প্রশ্ন তৃতীয় টেস্ট ম্যাচে কি ভারতীয় দলের অধিনায়কত্ব করতে পারবেন বিরাট কোহলি৷ বিরাট কোহলির ফিটনেস (Virat Kohli's fitness)  কতটা ফিরেছে এটাই এখন প্রশ্ন৷
Know fitness update of Virat Kohli- Photo- AFP
Know fitness update of Virat Kohli- Photo- AFP
advertisement

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টে হারের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন শেষ টেস্টে বিরাট কোহলি কি অধিনায়কত্ব করতে পারেন৷ তৃতীয় টেস্টে বিরাট কোহলির ফিটনেস (Virat Kohli's fitness) কি পুরো মাত্রায় ফিরবে৷ দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্ব করে কেএল রাহুল (KL Rahul) বলেছেন, বিরাট কোহলি (Virat Kohli) নেটে অনুশীলন শুরু করেছেন৷ আশা করা যায় সিরিজের নির্ণায়ক ম্যাচে কোহলি খেলবেন৷

advertisement

আরও দেখুন - Video: "আগামী ২৫ দিন খুব গুরুত্বপূর্ণ, সংক্রমণ বাড়লে আরও কড়া বিধিনিষেধ", কড়া বার্তা Mamata-র

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোহলিকে ফিটনেস আপডেট  (Virat Kohli's fitness)

অধিনায়ক কোহলি পিঠের ওপরের দিকে স্প্যাজমের কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারেননি৷ রাহুল বলেছেন কোহলি আগের থেকে ভালো অনুভব করেছেন৷ গত কয়েকদিনে নেটে অনুশীলন করছেন এবং দৌড় অনুশীলন করছেন৷ আমার মনে হয় উনি ঠিক হয়ে যাবেন৷

advertisement

আরও দেখুন - Containment Zone E. M. Bypass-এর ধরে অভিজাত আবাসন, আবাসনের ৬টি বাসিন্দা Covid আক্রান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ম্যাচের পর দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিরাট কোহলির ফিটনেস (Virat Kohli's fitness) নিয়ে আপডেট দিয়েছেন৷ তিনিও কেএল রাহুলের সুরেই বলেছেন কোহলিকে ফিট মনে হচ্ছে৷ নেটে তিনি অনুশীলন করছেন৷ দ্রাবিড় আরও বলেছেন এখনও তিনি ফিজিও-র সঙ্গে পুরো চর্চা করেননি৷ তিনি আরও ফিট হবেন, আগামী চারদিনে পরিস্থিতির আরও উন্নতি হবে৷ যদি কেপটাউনে ভারত বনাম দক্ষিণ (Ind vs SA) আফ্রিকা তৃতীয় টেস্টে বিরাট কোহলি খেলেন তাহলে হনুমা বিহারী বেঞ্চে ফিরবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli's Fitness Update: মেগা গুরুত্বপূর্ণ IND vs SA তৃতীয় টেস্টে কি কোহলি খেলবেন, যা জানাল ক্যাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল