প্রথম ম্য়াচে হারেরে পর দ্বিতীয় ম্য়াচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে চলেছে তা নিয়ে ক্রিকেট প্রেমিদের মধ্য়ে কৌতুহল রয়েছে। কারণ প্রথম ওডিআই-তে শ্রেয়স আইয়র ও সঞ্জু স্য়ামসন ছাড়া কোনও ভারতীয় ব্য়াটসম্য়ান রান পাননি। বোলিং লাইনআপেও শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব ছাড়া অন্য়ান্য় বোলাররা অনেক রান খরচ করেছেন।
এক ঝলকে দেখে নিন দ্বিতীয় ওডিআই-তে ভারতের সম্ভাব্য় একাদশ- শিখর ধওয়ান (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়ার, শ্রেয়স আইয়র, ইশান কিশান, সঞ্জু স্য়ামসন (উইকেট রক্ষক), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, আভেস খান।
advertisement
দ্বিতীয় একদিনের ম্য়াচে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য় একাদশ- জানেমন মালান, কুইন্টন ডিকক (উইকেট রক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, তাবরেইজ সামসি।
ম্য়াচের ওয়েদার রিপোর্ট- ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় একদিনের ম্য়াচও বৃষ্টি বিঘ্নিত ছিল। যার কারণে ৪০ ওভারে খেলা হয়েছিল। ঝাড়খণ্ডেও ম্য়াচেও বৃষ্টির সম্ভাবনা রয়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। এমনকি, দু’-এক পশলা বৃষ্টিও হতে পারে। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাধ সাধতে পারে বৃষ্টি।
পিচ রিপোর্ট- রাঁচির উইকেট ব্য়াটসম্য়ানদের জন্ খুবই সহায়ক। পেস বোলারদের জন্য় এই উইকেটে খুব একটা সাহায্য় থাকবে না সেটা বলাই যায়। তবে স্পিনাররা সাহায্য় পেতে পারে। কারণ ম্য়াচ চলার সঙ্গে সঙ্গে উইকেট স্লো হতে শুরু করতে পারে। তাই টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।