আরও পড়ুন - IND vs NZ series : বোল্টকে বিশ্রাম, ভারতে পাঁচ স্পিনার নিয়ে খেলতে আসছে নিউজিল্যান্ড
একাধিক প্রশ্ন উঠছে দলকে নিয়ে। টিম ম্যানেজমেন্ট, কোচের ভূমিকা, বিরাটের ক্যাপ্টেন্সি, ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে এই মুহূর্তে সবই আতসকাঁচের নিচে৷ অন্যদিকে স্কটল্যান্ড নিজেদের মান অনুযায়ী যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছে এখনও অবধি। আইসিসির সহকারী দেশগুলির মধ্যে থেকে নামিবিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশের পাশাপাশি তারাও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর শুধুই যোগ্যতা অর্জন নয়! গত বুধবার কিউইদের বিরুদ্ধে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালই খেলছিল তারা। একটা বড় ওভার, বড়সড় পার্টনারশিপ পেলে হয়ত তারা হারিয়েও দিত নিউজিল্যান্ডকে।
advertisement
সেই পার্ফমেন্স নিঃসন্দেহে তাদের মনোবল বাড়িয়েছে বলেই ধরে নেওয়া যায়। আর সেই আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিরুদ্ধেও মাঠে নামবে তারা। ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, মহান ব্যাটসম্যানদেরও আউট হতে মাত্র একটা ডেলিভারি লাগে। সেখানে ভারতকে হারানোর আশা না দেখলেও একটা কড়া টক্কর দিতেই পারে তারা।
আর তেমনটা হলে মনমতো নেট রানরেট বাড়াতে পারবে না ভারত, আরও কঠিন হবে সেমিফাইনালের অঙ্ক। দুবাইতে খেলা। বিরাটের টস ভাগ্য খুব খারাপ। স্কটল্যান্ডকে আগেই ব্যাট করে হোক, বা পরেই ব্যাট করতে হোক, বড় ব্যবধানে হারানো একমাত্র অস্ত্র ভারতের।একটি পরিবর্তন করেছে ভারত। শার্দুল ঠাকুরের জায়গায় বরুণ চক্রবর্তী ফিরে এসেছেন।