এশিয়ান গেমসের প্রথম তিন ম্যাচে উজবেকিস্তান, সিঙ্গাপুর ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে দুরন্ত জয় পায় ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমটাই আশা করা হয়েছিল। তবে অ্যাডভান্টেজ নিয়ে ভারত শুরু করবে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু পাকিস্তানকেও যে একতরফাভাবে উড়িয়ে দেবে হকি টিম ইন্ডিয়া তা অনেকেই ভাবেননি। এদিন ভারতের আক্রমণাত্মক হকির সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করে পাকিস্তান।
advertisement
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ গড়ে তোলে ভারত। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল করে ভারত। মনদীপ সিং খোলেন খাতা। এরপর গোটা ম্যাচ জুড়েই শুধু ভারতের আক্পমণের ঝড়। ১১, ১৭, ৩৩ ও ৩৪ মিনিটে গোল করেন হরমনপ্রীত সিং। ৩০ মিনিটে গোল করেন সুমিত। ৪১ ও ৫৪ মিনিটে গোল করেন বরুণ কুমার। ৪৬ মিনিটে সামশের সিং ও ৪৯ মিনিটে ললিত কুমার উপাধ্যায় গোল করেন এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪৬ গোল করে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল।