ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসার সন্দীপ পাতিল News18-এ তাঁর প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছিলেন। তবে সেই প্লেয়িং ইলেভেনের সঙ্গে ঝুলন গোস্বামীর বেছে দেওয়া প্রথম একাদশ মিলল না৷ দুজনেরই আলাদা মতামত ছিল প্লেয়িং ইলেভেন বেছে নেওয়ার ব্যাপারে। পাকিস্তান ম্যাচের আগে ঝুলন গোস্বামী ভারতীয় প্লেয়িং ইলেভেন বেছে দিলেন।
আরও পড়ুন- পাকিস্তানকে হারাতে কী হতে চলেছে ভারতের রণনীতি, মুখ খুললেন বিরাট কোহলি
advertisement
সন্দীপ পাতিল যে প্রথম একাদশ বেছে দিয়েছিলেন সেটি সম্পর্কে ঝুলন নিজের মতামত জানিয়ে বলেছেন, "পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের প্রথম একাদশে দুইয়ের বদলে একজন স্পিনার রাখব। আমি আর অশ্বিনকে দলে দেখতে চাইব। পাকিস্তান দলে তিনজন বাঁহাতি ব্যাটসম্যান আছে। তাই অশ্বিনকে দলে রাখতে হবে।
তিনজন ফাস্ট বোলারকে একসঙ্গে খেলানোর পক্ষে বললেন ঝুলন।মহম্মদ শামি, আরশদীপ সিং এবং ভুবনেশ্বর কুমার। আর চতুর্থ ফাস্ট বোলারের ভূমিকায় তিনি দেখতে চান হার্দিক পান্ডিয়াকে। অশ্বিনকে পঞ্চম বোলার হিসেবে দলে রেখেছেন তিনি।
আরও পড়ুন- ২২ গজে ভারত-পাকিস্তান 'মহাযুদ্ধ', ফিরে দেখা টি-২০ বিশ্বকাপে দুই দেশের দ্বৈরথের ইতিহাস
ঝুলন স্পষ্ট বলেছেন, স্পিন বিভাগে অক্ষর ও অশ্বিনের মধ্যে কাকে খেলানো হবে সেটা পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটারের সংখ্যা দেখার পর পরিকল্পনা করতে পারলে ভাল। বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি হলে আমি অশ্বিনকে রাখতে চাই। না হলে অক্ষর প্যাটেলকে দলে দেখতে চাইব।
ঝুলনের প্লেয়িং ইলেভেন
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল অথবা আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং মহম্মদ শামি।
সন্দীপ পাতিলের প্লেয়িং ইলেভেন
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং এবং মহম্মদ শামি।